মুর্শিদাবাদ জেলার একজন সাংসদ বিজেপিতে যোগদান করবেন, যোগাযোগ রাখছেন: সৌমিত্র খাঁ

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৭ ডিসেম্বর: শুধু শুভেন্দু অধিকারী নয়, মুর্শিদাবাদ জেলার একজন সাংসদও বিজেপিতে যোগদান করবেন। আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। মুর্শিদাবাদ জেলার বড়ঞাতে “আর নয় অন্যায়” কর্মসূচিতে যোগদান করতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপি যুব মোর্চার সভাপতি তথা সাংসদ সৌমিত্র খাঁ। বৃহস্পতিবার বিকেলে মুর্শিদাবাদ জেলা যুব মোর্চার ডাকে আর নয় অন্যায় কার্যক্রমে একটি পদযাত্রা করা হয়, পা মেলান সৌমিত্র খাঁ, পরে যোগদান কর্মসূচিতে যোগদান করেন সৌমিত্র খাঁ।

সৌমিত্র খাঁ বলেন, আগামী ১০ জানুয়ারি মধ্যে অধিকাংশ বিধায়ক তৃণমূল দল ত্যাগ করে বিজেপিতে যোগদান করবেন, যা শুধু সময়ের অপেক্ষা। শুধু তাই নয়, মুর্শিদাবাদ জেলার একজন সাংসদ আমাদের সাথে যোগাযোগ রাখছেন তিনি খুব শীঘ্রই যোগদান করবেন। তবে যারা পচা আম তারা যদি আসে কিন্তু কাজ না করলে তাদেরকে ছুঁড়ে ফেলা দেওয়া হবে বলে কটাক্ষ করেন সৌমিত্র খাঁ। আগামী বিধানসভা নির্বাচনে পশ্চিমবাংলায় বিজেপি একক সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসবে বলে মন্তব্য করেন তিনি। এদিনের এই সভা থেকে কয়েক হাজার কর্মী বিভিন্ন দল থেকে বিজেপিতে যোগদান করেন সৌমিত্র খাঁর হাত ধরে।

এদিনের এই কর্মসূচিতে সৌমিত্র খাঁ ছাড়াও উপস্থিত ছিলেন দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরী শঙ্কর ঘোষ, দক্ষিণ বিজেপি যুব মোর্চার সভাপতি অয়ন মন্ডল সহ স্থানীয় বিজেপি নেতৃত্বরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here