
স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদীয়া, ২৯ মে: পাড়া-প্রতিবেশীদের অনুরোধে হোম কোয়ারেন্টাইনে থেকে খাবার পানীয় জল না পেয়ে মানসিক অবসাদে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা ৮৪ বছরের এক বৃদ্ধের। নারায়ণ সরকার নামে পেশায় ক্ষৌরকর্মকা ওই বৃদ্ধ।
কিছুদিন আগে শান্তিপুর থানার হরিপুর পঞ্চায়েতের বাগদেবী পুরে এক মহিলা করনা পজিটিভ সংক্রমণ ধরা পড়ে। এরপর এলাকার লোকজন জানতে পারেন ওই মহিলার বাড়িতে এই বৃদ্ধ ক্ষৌরকর্ম করতে গিয়েছিলেন। তারপরে এলাকার লোকজন জোর করেই তাঁকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করে দেন। তিনি বাড়িতে একাই থাকেন। কিন্তু তাকে ঠিকমত খাবার দেওয়া বা পানীয় জল দেওয়া সেগুলো করা হচ্ছিল না। তাই মানসিক অবসাদ এবং অপমান সহ্য করতে না পেরেই তিনি বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন। এলাকার কিছু যুবক দেখতে পেয়ে প্রথমে তাঁরা আশাকর্মীদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। কিন্তু তাঁরা ফোন না ধরায় ঐ যুবকরা নিজেদের দায়িত্বে ঐ বৃদ্ধকে হাসপাতালে নিয়ে আসেন।এরপর তাঁরা যোগযোগ করেন শান্তিপুর থানার ওসি সুমন দাসের সঙ্গে। ওসি তাঁদের বলেন ঐ বৃদ্ধের চিকিৎসার ব্যাবস্থা করতে। যুবকরা জানায় তাঁরা ঐ বৃদ্ধকে হাসপাতালে নিয়ে চলে এসেছে। ওসি তাঁদেরকে ধন্যবাদ জানান এই কাজটা করার জন্য। গুরুতর অসুস্থ অবস্থায় ঐ বৃদ্ধ ভর্তি এখন শান্তিপুর হাসপাতালে। শান্তিপুর থানার ওসি নিজে তাঁর দেখাশুনার ভার নিয়েছেন ।