অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ১৮ জানুয়ারি: তিনদিন ধরে নিখোঁজ মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের পানিফুলিয়া গ্রামে। পুলিশ সূত্রে জানা যায়, মৃত মহিলার নাম সালগে টুডু, বয়স ৬০ বছর। পরিবারের দাবি, গত তিনদিন আগে বাড়ি থেকে মদ্যপ অবস্থায় বেরিয়ে যান। তারপর থেকে খোঁজাখুঁজি শুরু করা হয় কিন্তু কোনও খোঁজ খবর পাননি। এই নিয়ে থানায় কোনও অভিযোগও দায়ের করেনি ওই মৃতার পরিবার।
এবিষয়ে মৃত মহিলার ছেলে পৃত্থিনাথ টুডু বলেন ‘আজ থেকে তিনদিন আগে মদ্যপ অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে যান। খোঁজাখুঁজি শুরু করলে পাওয়া যায়নি। আমাদের আদিবাড়ি ঝাড়গ্রাম থানার কলাবনিতে৷ আমরা জন্মের আগে থেকেই পানিফুলিয়া গ্রামে রয়েছি। আমরা মা প্রচুর মদ্যপান করতেন। সেই মদ্যপ অবস্থায় থাকার কারণেই এই ঘটনা ঘটেছে।’ ঘটনাস্থলে বেলিয়াবেড়া থানার পুলিশ মৃত দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝাড়গ্রাম জেলা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠিয়েছে।