
পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর,
২৮ মার্চ: বাড়িতে এক অজানা জন্তুকে দেখে আতঙ্কিত হয়ে ওঠে পরিবারের লোকজন। হঠাৎ তারা দেখে একটি জন্তু বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, আর তা দেখে একেবারে চক্ষু চড়কগাছ গৃহস্থের। ঘটনাটি কেশপুর ব্লকের ৪ নম্বর গোলাড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেড়াবেড়িয়া গ্রামের।
গ্রামবাসীরা সকাল বেলা দেখে এক গৃহস্থের বাড়িতে ঘোরাঘুরি করছে এক অজানা জন্তু। তারপর গ্রামের লোকজন জাল নিয়ে গিয়ে বন্দি করে ফেলে জন্তুটিকে। অজানা এই জন্তুটিকে দেখে চাঞ্চল্য ছড়িয়েছে গ্রামজুড়ে। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসন ও বনদপ্তরে। এরপর বনদপ্তরের কর্মীরা এসে জন্তুটিকে উদ্ধার করে নিয়ে যায়।