করোনার জেরে নজিরবিহীন সিদ্ধান্ত পুরুলিয়া ভারত সেবাশ্রম সংঘের

সাথী প্রামানিক, পুরুলিয়া, ১৯ মার্চ: কোভিড ১৯ ভাইরাসের সংক্রমনের আশংকায় ধর্মীয় সম্মেলন এক মাস পিছিয়ে দিল পুরুলিয়ার ভারত সেবাশ্রম সংঘ। একই সঙ্গে তারা স্পষ্ট জানিয়ে দেয় যে দেশের এই অবস্থা যদি বজায় থাকে তাহলে ঐতিহ্যবাহী এই সম্মেলন বন্ধ করা হবে এই বছরের জন্য। বৃহষ্পতিবার সংঘের সহ সভাপতি স্বামী শাশ্বতানন্দজী মহারাজ নজির বিহীন এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিলেন।

গত ৪০ বছর ধরে চৈত্র পূর্ণিমার দিন থেকে তিন দিন যজ্ঞ, পুজো পাঠ, বক্তৃতা এবং নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে আসছে। উৎসবের তিন দিন আশ্রম স্থলে প্রায় পাঁচ হাজার ভক্তের সমাগম হয়। জেলা, রাজ্য ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে তাঁরা সমবেত হন। করোনা ভাইরাসের সংক্রমনের আশংকায় বিশাল সংখ্যক মানুষের সমাবেশ এড়িয়ে যেতেই এই সিদ্ধান্ত বলে জানান শাশ্বতানন্দজী মহারাজ। এবার ৫, ৬ এবং ৭ এপ্রিল এই উৎসবের দিন স্থির হয়েছিল। চলছিল জোর কদমে প্রস্তুতি। কিন্তু, সাম্প্রতিক পরিস্থিতি এবং প্রশাসনের নির্দেশিকা মেনে উৎসবের দিন পিছিয়ে দেওয়া হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here