অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ২৪ ডিসেম্বর: গ্রামের পাশেই জঙ্গল। সেখানেই অারামে বিশ্রাম নিচ্ছে প্রায় ১৫ ফুটের বিশাল অজগর। জানাজানি হতেই লোকের ভিড় জমতে থাকে। সাথে ছবি তোলার হিড়িক। যদিও এসবের কোনোকিছুতই অজগরের খুব একটা হেলদোল নেই। হালকা রোদ ছায়ায় বিশ্রাম নিতে সে ব্যস্ত। ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের ঘৃতক্ষাম গ্রামের পাশে কাজলার জঙ্গলে বিশাল আকারের এই অজগরটিকে দেখতে পাওয়া যায় বৃহস্পতিবার। তার পর গ্রামবাসীরাই খবর দেয় বনদফতরকে। পরে বনদপ্তরের কর্মীরা এসে সাপটাকে উদ্ধার করে।
ঝাড়গ্রামের ডিএফও বাসবরাজ হলৈচি জানান, ঝাড়গ্রামে প্রায় সব জঙ্গলে অজগর সহ বিভিন্ন ধরনের সাপ পাওয়া যায়। কোনও কারণে এটা সামনে চলে এসেছিল। সাপটাকে উদ্ধার করে অাবার গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। তবে এত বিশাল সাপ সামনে থেকে দেখেও কেউ সাপটাকে অাঘাত করেনি।