ভারতও কি তাহলে মুসলিম দেশে পরিণত হতে চলেছে, আশঙ্কা সাংসদের

আমাদের ভারত,২৯ ফেব্রুয়ারি:তাহলে ভারতও কি পরবর্তী মুসলিম দেশে পরিণত হতে চলেছে? আশঙ্কা প্রকাশ করে এমনই বিতর্কিত মন্তব্য করলেন বিজেপি সাংসদ অনন্ত কুমার হেগড়ে। টুইটারে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। সেই ভিডিওতে একের পর এক দেশের উদাহরণ দেওয়া হয়েছে, আর আশঙ্কা প্রকাশ করা হয়েছে তাহলে কি এরপর ভারতও একই দিকে এগোবে?

সাংসদের শেয়ার করা ভিডিওতে উপমহাদেশ ও মধ্যপ্রাচ্যে ইসলামের বিস্তারের কথা বলা হয়েছে। সেখানে উল্লেখ রয়েছে সিরিয়া, ইরান, পাকিস্তান বাংলাদেশের কথা। বলা হয়েছে একটা সময় ওইসব দেশে অন্য ধর্মের আধিপত্য ছিল। কিন্তু এখন সেই দেশগুলিতে ইসলামের আধিপত্য কায়েম হয়েছে। অর্থাৎ দেশটা মুসলিম দেশে পরিণত হয়েছে। সিরিয়ায় একসময় খ্রিস্টানদের আধিপত্য ছিল। কিন্তু এখন তার পরিবর্তে ইসলামের রমরমা। ঠিক যেমন ছিল ইরানে। সেখানেও জুড়াস্ট্রিয়ানিজম ছিল প্রধান ধর্ম। কিন্তু এখন ইরানে একাধিপত্য ইসলাম। আফগানিস্তানে একসময় বৌদ্ধ ও হিন্দু ধর্মের প্রভাব ছিল। পাকিস্তান বাংলাদেশ ছিল প্রচুর হিন্দু ধর্মের মানুষ। কিন্তু এইসব দেশে শুধু ইসলাম ধর্মের আধিপত্য এখন।

ভিডিওতে ব্যখ্যা করা হয়েছে ধর্মনিরপেক্ষতার আড়ালে এই বিষয়টি নিরবে ঘটে গেছে। এর ফলে আদিবাসিন্দারা জীবনই নয়, জমিও হারিয়েছে। বিজেপি সাংসদ অনন্ত হেগড়ে এই ভিডিও প্রকাশ করে বার্তা দিয়েছেন বর্তমানে ইরান, সিরিয়া, পাকিস্তান, বাংলাদেশ আফগানিস্তানের সমস্ত জাতি আজ মুসলিম হয়ে গেছে। বিজেপি সাংসদের আশঙ্কা, এই তালিকায় ভারত পরবর্তী দেশ হতে পারে। তাই উচিত এখন থেকে সাবধানতা অবলম্বন করা। তিনি আহ্বান জানান, হিন্দুরা যেন বিষয়টি উপলব্ধি করে আর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কোনো দেরি না করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *