চিকিৎসাবিজ্ঞানে যুক্ত হচ্ছে আরও একটি অধ্যায়

আমাদের ভারত, ২৮ জানুয়ারি: শনিবার পশ্চিমবঙ্গে চিকিৎসাবিজ্ঞানে যুক্ত হচ্ছে আরও একটি অধ্যায়। ‘গণদর্পণ‘-এর অধ্যতম সম্পাদক শ্যামল চ্যাটার্জি এই প্রতিবেদককে এ কথা জানিয়ে বলেন, আমাদের রাজ্যে কেবল নয়, এটি ওমিক্রনে মৃতের রোগ নির্ণায়ক ময়নাতদন্ত প্রথম, সম্ভবত দেশেও প্রথম।

শ্যামলবাবু জানান, “শুক্রবার চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যানসার ইন্সটিটিউটে নিউ টাউনের বাসিন্দা ৮৯ বছর বয়সী নির্মল চন্দ্র দাস মারা যান। আর জি কর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সোমনাথ দাস জানিয়েছেন, সাসপেক্টেড ওমিক্রন ভাইরাস মৃত্যুর কারণ হতে পারে।

এই সত্যানুসন্ধানে ‘গণদর্পণ’-এর পক্ষ থেকে নির্মল চন্দ্র দাসের পরিবারকে রোগ নির্ণায়ক ময়নাতদন্ত করার অনুরোধ করা হয়। প্রস্তাবে ওনারা সম্মত হন।
শনিবার আর জি কর মেডিক্যাল কলেজের আর জি কর মেডিক্যাল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান ডাঃ সোমনাথ দাসের তত্ত্বাবধানে রোগ নির্ণায়ক ময়নাতদন্ত হবে।“

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *