উত্তরপাড়ার মাখলা হাইস্কুল মাঠে পালিত হল অন্যরকম বসন্ত উৎসব

আমাদের ভারত, হুগলী, ৮ মার্চ: উত্তরপাড়ার মাখলা হাইস্কুল মাঠে পালিত হল একটু অন্যরকম বসন্ত উৎসব। দোল উৎসব উপলক্ষে রাজ্যবাসী মেতে উঠেছে বসন্ত উৎসব পালনে। কিন্তু এদিন উত্তরপাড়ার মাখলা হাইস্কুল মাঠে বসন্ত উৎসব পালন করলো লুই বেল মেমোরিয়াল স্কুলের দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা।প্রায় ৯০ জন ছাত্র ছাত্রী এদিন বসন্ত উৎসবে যোগ দেন। তারা গান গেয়ে আগত মানুষদের মন জয় করে নেয়।

দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের নিয়ে এই অভিনব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ। দৃষ্টিহীন ছাত্রছাত্রীদের পক্ষ থেকে বিশিষ্ট সমাজসেবী খোকন ভুঁইঞা জানান, যে এমনিতে মানুষতো বসন্ত উৎসব পালন করেনই কিন্তু দৃষ্টিহীন ছাত্রছাত্রীরা এই উৎসবে যোগ দিয়ে খুবই খুশি। তারা হয়তো চোখে দেখতে পায় না, কিন্তু মনের চোখ দিয়ে দেখা ও আনন্দ করার ইচ্ছা তাদেরও থাকে তাই আজকের এই উদ্যোগ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here