
আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: কবি বঙ্কিম বিহারী মাইতি’কে “অন্যভাষ সাহিত্য সম্মান ২০২০” প্রদান করল খাকুড়দা অন্যমন সমাজ কল্যাণ সমিতি। কবি বঙ্কিম বিহারী মাইতির হাতে সম্প্রতি খাকুড়দা বইমেলা ও নাট্যোৎসব ২০২০ এর বিদ্যাসাগর মঞ্চে এই বিশেষ সম্মান তুলে দেন বিশিষ্ট সাহিত্যিক নলিনী বেরা।
পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ২ নম্বর ব্লকের অন্তর্গত সাউরি গ্রামের কবি বঙ্কিম বিহারী মাইতি আই আই টি খড়গপুর এর রসায়নের স্নাতকোত্তর। কিন্তু রসায়ণের পাশাপাশি তাঁর সাহিত্য সৃষ্টিতেও দখল বহুদিনের। পাঁচ দশক আগে তাঁর কলম ধরা শুরু আর পঁচাত্তর বছরের বঙ্কিম এখনও মেতে থাকেন সাহিত্য সৃষ্টির সাধনায়। এই সম্মান তাঁর সাহিত্য সৃষ্টির উৎসাহ আরো বাড়িয়ে দিল বলে কবির অভিমত।