মোদীর ডাকা জনতা কারফিউকে ডোন্ট কেয়ার, পার্কসার্কাসে জমায়েত সিএএ বিরোধী আন্দোলনকারিদের

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ২২ মার্চ:
মোদির ডাকা জনতা কারফিউকে ডোন্ট কেয়ার পার্কসার্কাসের সিএএ বিরোধী আন্দোলনকারিদের। রবিবার দুপুরে বহু সংখ্যালঘু সমাজের মানুষ পার্কসার্কাসে জমায়েত হয়েছেন। জনতা কারফিউ না মেনেই তারা ধর্নায় বসে আছেন। মাইকে দিব্যি চলছে সিএএ বিরোধী বক্তৃতা। তারসঙ্গে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ালেই হাততালি দিচ্ছেন আন্দোলনকারিরা।

করোনা ভাইরাসের আতঙ্কে গোটা দেশের মানুষ আতঙ্কিত। দেশের বিভিন্ন রাজ্য লকডাউন ঘোষণা করেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী সব ধরনের জমায়েত বন্ধ করতে রাজ্যের মানুষের কাছে আবেদন রেখেছেন। তারপরেও পার্কসার্কাস ময়দানে দিব্যি আন্দোলন চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারিরা। করোনার আতঙ্ক নিয়েই আন্দোলন চলবে বলে পরিস্কার জানচ্ছেন সিএএ বিরোধীরা। তবে পার্কসার্কাসে আন্দোলনে বসার আগে তারা সাবান দিয়ে হাত ধুয়ে নিচ্ছেন। আবার কেউ কেউ হ্যান্ড স্যানেটাইজার দিয়ে হাত পরিস্কার করছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here