
আমাদের ভারত, বালুরঘাট, ১৭ জানুয়ারি: বালুরঘাট পৌর বাসস্ট্যান্ডে সমাজবিরোধী তান্ডবে ভাঙ্গল টিকিট কাউন্টার। বেধড়ক মারধর কর্মীদের। এলাকায় বাড়ছে অবৈধ মদের দেদার বিক্রি। বাড়ছে ইভটিজিংয়ের বাড়বাড়ন্তও। প্রশ্ন চিহ্নে মহিলাদের নিরাপত্তা। দেখা নেই পুলিশের। বৃহস্পতিবার সন্ধ্যায় পুলিশি নিষ্ক্রীয়তার সুযোগ নিয়ে ঘন্টা খানেক সময় ধরে এলাকায় সমাজবিরোধীদের তান্ডব চললেও দেখা যায়নি কোনও পুলিশ কর্মীকেই। দাদাগিরি দেখিয়ে একটি বেসরকারি বাসের টিকিট কাউন্টারে ঢুকে ভাঙ্গচুর চালাবার পাশাপাশি আসবাবপত্র গুঁড়িয়ে দেয় দুষ্কৃতিরা বলে অভিযোগ। শুধু তাই নয়, সেখানকার এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে।
ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনার খবর পেয়ে দীর্ঘ সময় পর এলাকায় বালুরঘাট থানার পুলিশ পৌছানোর অভিযোগ উঠেছে। যাকে ঘিরে কিছুটা প্রশ্নের মুখে পড়েছে পুলিশ প্রশাসন। শহরের প্রাণ কেন্দ্রে দিনের পর দিন এমন ঘটনা ঘটে চললেও এলাকায় কেন পুলিশের দেখা পাওয়া যায় না তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দাদের একাংশ। যদি এই ঘটনায় কোনও অভিযুক্তকেই গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শহরের প্রাণকেন্দ্রে পুলিশি নিরাপত্তাহীন বাসস্ট্যান্ডে প্রশ্নচিহ্নে দাঁড়িয়েছে মহিলাদের নিরাপত্তা। এমন ঘটনায় পুলিশের হস্তক্ষেপ দাবি করেছেন এলাকার ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষজন সকলেই।
টিকিট কাউন্টার কর্মী মিঠুন নিয়োগী জানিয়েছেন, এক দল দুষ্কৃতী আচমকা কাউন্টারে ঢুকে তাঁকে বেধড়ক মারধর করেছে। ভাঙ্গচুর করেছে চেয়ার টেবিল। পুলিশকে খবর দেওয়ার দীর্ঘ সময় পর এলাকায় পৌঁছায় তারা। যদিও কোন অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। ঘটনা নিয়ে এখনো কোনও লিখিত অভিযোগ করা হয়নি।
ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, এব্যাপারে কোনও লিখিত অভিযোগ পাননি। ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।