
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ জুন: সাধারণ মানুষের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা যাচাই করতে আজ ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ১নং ব্লকের তেঁতুলিয়া গ্রামের সাধারণ মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে রক্তের অ্যান্টিবডি টেস্ট করা হল। এদিন ৪০ জন মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হয়।
শিবিরে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর রুরাল হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক ডঃ জয়দীপ মাহাতো, ডঃ আকাশ রঞ্জন মাহাতো, এছাড়াও হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান, এ.এন.এম বিভাগের নার্স ও আশা কর্মীরা।
অন্যদিকে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নং ব্লকের কাঁঠালিয়া গ্রামের সাধারণ মানুষের রক্তের নমুনা সংগ্রহ করে রক্তের অ্যান্টিবডি টেস্ট করা হল। এদিন ৪০ জন মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন তপসিয়া গ্রামীন হাসপাতালে স্বাস্থ্য আধিকারিক ডঃ খগেন্দ্রনাথ মাহাতো, এছাড়াও হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান, এ.এন.এম বিভাগের নার্স ও আশা কর্মীরা। মূলত করোনা পরিস্থিতির জন্য এই রক্ত পরীক্ষা করা হল বলে দাবি স্বাস্থ্য দপ্তরের।