বিজেপির রাজ্য সভাপতিকে ছাগল বললেন অনুব্রত

আশিস মণ্ডল, রামপুরহাট, ২৩ সেপ্টেম্বর: “আগে ভেড়া ছিল এখন ছাগল এসেছে”। বিজেপির নতুন রাজ্য সভাপতিকে এভাবেই কটাক্ষ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার বীরভূমের নলাটেশ্বরী মন্দিরে পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ওই কথা বলেন তিনি।

এদিন দুপুরে সতীর একান্ন পীঠের অন্যতম পীঠস্থান নলাটেশ্বরী মন্দিরে হাজির হন অনুব্রত মণ্ডল। সঙ্গে ছিলেন রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও বস্ত্রশিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, বোলপুরের সাংসদ অসিত মাল, লাভপুরের বিধায়ক, জেলা পরিষদের মেন্টর অভিজিৎ সিংহ, নলহাটির বিধায়ক রাজেন্দ্র প্রসাদ সিংহ। নলহাটিতে নলাটেশ্বরী মন্দিরে পুজো দেন অনুব্রত মণ্ডল। এরপর মন্দিরের সামনে নাটমন্দিরে হোমযজ্ঞে অংশগ্রহণ করেন।নলাটেশ্বরী মন্দির থেকে বেড়িয়ে বিকেলে সিদ্ধপীঠ তারাপীঠ মন্দিরে পৌঁছান অনুব্রত মণ্ডল। সেখানেও মা তারাকে পুজো দিয়ে হোমযজ্ঞ করেন।

নলহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুব্রত মন্ডল বলেন, “ভবানীপুরে মমতা বন্দোপাধ্যায় এক লক্ষেরও বেশি ভোট জয়ী হবেন। তাঁর জয়ের জন্য পুজো দেওয়ার কোনও প্রয়োজন নেই। আমি মাঝে মধ্যেই সতীপিঠে পুজো দিই। আমি কি চাইলাম তা মায়ের কাছে বলেছি। মাও রাজি হয়েছেন। আমি এর আগে কঙ্কালিতলায় পুজো দিয়ে বলেছিলেন ২২০ থেকে ২৩০ আসন তৃণমূল পাবে। সেই কথা মিলেছে মায়ের আশীর্বাদে”।

তবে দলীয় সূত্রের খবর, মমতা বন্দোপাধ্যায়ের ব্যাপক ব্যবধানে জয়ের উদ্দেশ্যেই পুজো এবং হোমযোজ্ঞের আয়োজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *