
আমাদের ভারত, রামপুরহাট, ৪ জানুয়ারি: “মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে এক বিন্দু রক্ত থাকতে পশ্চিমবঙ্গে এনআরসি এবং সিএএ করতে দেওয়া হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জীবিত থাকতে রাজ্যে এনআরসি করতে পারলে জানব তোমরা বাপের বেটা”। শনিবার নলহাটি ২ নম্বর ব্লকের লোহাপুরে এভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শা’কে আক্রমণ করলেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এদিন জাতীয় নাগারিকপঞ্জি এবং সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধিতা করে নলহাটি ২ নম্বর ব্লকের লোহাপুরে তৃণমূলের প্রতিবাদ সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী, তৃণমূলের ব্লক সভাপতি বিভাস অধিকারী, নলহাটির বিধায়ক মইনুদ্দিন সামস, দলের জেলা সহ সভাপতি সৈয়দ সিরাজ জিম্মি।
সভায় বক্তব্য রাখতে গিয়ে অনুব্রত বলেন, “আমরা জীবন থাকতে এনআরসি করতে দেব না। কোনও সার্ভে করতে দেব না। বীরভূমে তো কথাই নাই। যেদিন মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবে পশ্চিমবঙ্গে সার্ভে হবে। আমাদের সরকারের লোক যাবে সেদিন আমরা মানব। মোদি-অমিত শা’র কথা মানব না”। মোদী-অমিত শা’কে চ্যালেঞ্জ করে অনুব্রত বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় এখনও মরে যায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এনআরসি করেতে দেব না। চ্যালেঞ্জ করলাম। যদি পশ্চিমবঙ্গে
এনআরসি করতে পার তা হলে ভাবব তোমরা বাপের বেটা। ২০২১ সালের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় একা ২৫০ আসন জিতবে। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে মোদি তোমার ঘুম কেড়ে নেবে মমতা বন্দ্যোপাধ্যায়”।
এদিন সভা শেষে তিনি সোজা চলে যান আকালিপুর মন্দিরে। সেখানে স্ত্রীর সুস্থতা কামনা করে আকালিপুর মন্দিরে গুহ্যকালির পুজো দেন তিনি। পুজো দিয়ে তিনি বলেন, “স্ত্রী দুই বছর ধরে ক্যান্সারে ভুগছে। মায়ের কাছে প্রার্থনা করলাম স্ত্রীকে সুস্থ করে দাও। তার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের শরীর-স্বাস্থ্য যেন ভালো থাকে। বিধানসভা নির্বাচনে ২৩০ থেকে ২৫০ আসন যেন তৃণমূল কংগ্রেসের ঝুলিতে আসে সেই কামনা করলাম। আর ভারতবর্ষে এই ধরণের সরকার যেন না থাকে সেই প্রার্থনা করলাম”।