“দাড়ি রেখে ভণ্ড সেজেছে” নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ অনুব্রতর

আশিস মণ্ডল, সিউড়ি, ২৮ জানুয়ারি: “দাড়ি রেখে ভণ্ড হবে। সাধু নিশ্চই হবে না”! বৃহস্পতিবার সিউড়ি ১ নম্বর ব্লকের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নাম না করে এভাবেই প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন তৃণমূলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। ভোটের আগে ব্লকে ব্লকে জনসভা শুরু করেছে অনুব্রত মণ্ডল। সেই মতো এদিন ছিল সিউড়ি ১ নম্বর ব্লকে জনসভা। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আগাগোড়া বিজেপিকে আক্রমণ করেন অনুব্রত। নাম না করে প্রধানমন্ত্রীকে আক্রমণ করে বলেন, “সোনার বাংলা গড়বে! কি সোনা মুখরে ভাই। এখন আবার দাড়ি রাখছে। দাড়ি রেখে বহুরূপী হবে না সাধু হবে। না ভণ্ড হবে। তুমি মানুষকে বলো তুমি সাধু হবে না, বহুরূপী হবে না, ভণ্ডগিরি করছি ভোট নেওয়ার জন্য। এটা বললে ভালো হয় না? তোমার ভণ্ডামি ধরে ফেলেছে মানুষ। তুমি কোনও উন্নয়ন করোনি। শুধু ভণ্ডামি করে চলেছো”।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here