অবিলম্বে ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হোক, দাবি তুললেন অনুপ জালোটা

আমাদের ভারত, ২ মার্চ:
ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করার দাবি নতুন নয়। দীর্ঘ দিন ধরে এই দাবি উঠেছে। এবার সেই দাবি জানিয়ে সরব হলেন ভারতের ভজন সম্রাট অনুপ জালোটা। তিনি বলেন, ভারতের এটাই প্রাপ্য। এই বিষয়ে একটি ভিডিও বার্তা দিয়েছেন তিনি। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

অনুপ জালোটা নিজের দাবির পক্ষে একাধিক যুক্তিও দিয়েছেন। তিনি বলেছেন, যখন ভারত ও পাকিস্তান ভাগ হয়েছিল তখন পাকিস্তানকে ইসলামিক দেশ ঘোষণা করা হয়। কারণ সেখানে মুসলিম মানুষের আধিক্য বেশি ছিল। তেমন ভারতেও হিন্দু জনসংখ্যা বেশি। তাহলে কেন ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা হবে না? এবার এটা হওয়া উচিত।

এখানেই থেমে যাননি জালোটা, তিনি বলেন, বিশ্বে কোনও হিন্দু রাষ্ট্র নেই। নেপাল একসময় হিন্দু রাষ্ট্র ছিল কিন্তু এখন সেটা মানা হয় না। ভারতকে অবিলম্বে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত, কারণ এখানে সংখ্যাগরিষ্ঠ হিন্দু। তাই তারা সবাই সেটাই চান। এতে কারো কোনও ক্ষতি হবে না।

জম্মু-কাশ্মীর প্রসঙ্গে অনুপ জালোটা বলেছেন, “সরকার পরিবর্তনের পর কাশ্মীর এখন আগের থেকে অনেক শান্ত। সন্ত্রাসী কর্মকান্ড কমে গেছে। এবার ভারতকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করা উচিত। এ বিষয়ে আমি আমার মতামত জানিয়ে দিলাম।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here