মমতা বুঝতে পেরেই বিজেপির মিছিল আটকাচ্ছেন, বললেন অনুপম হাজরা

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ ডিসেম্বর:
মমতা বুঝতে পারছে তাই বিজেপির মিছিল আটকাচ্ছে বলে জানালেন বিজেপি নেতা অনুপম হাজরা। তিনি বলেন, রাজ্যের পুলিশ মঙ্গলবারও সংশোধিত নাগরিক আইনের সমর্থনে মিছিল আটকেছে বলে অভিযোগ করেন তিনি। তবে মিছিল আটকে বিজেপির ভালোই করছে বলে বেহালায় জানান তৃণমূলের প্রাক্তন এই সাংসদ। মানুষ বুঝতে পেরেছে একমাত্র বিজেপিই তৃণমূলকে রাজ্যে আটকাতে পারে। তাই তৃণমূল রাজ্যের পুলিশকে দিয়ে সর্বত্র বিজেপির মিছিল আটকাচ্ছে বলে জানান অনুপম হাজরা। তবে সংশোধিত নাগরিক আইনের সমর্থনে বিজেপির মিছিল রাজ্যের সব জায়গাতেই চলবে বলে জানান তিনি। এদিন বেহালায় থ্রি এ বাসস্ট্যান্ড থেকে বিজেপি কর্মীরা নাগরিক সংশোধিত আইনের সমর্থনে বিশাল মিছিল বের করে। মিছিলে বেহালা, ঠাকুরপুকুর এলাকার বিজেপি কর্মীরা পা মেলান। তবে এদিনের মিছিল ছিল মোটের উপর শান্তিপূর্ণ।

বিজেপি নেতা অনুপম হাজরা বলেন, পুলিশ প্রথমে মিছিল করার জন্য একটু ইতস্তত বোধ করছিল। তবে শেষ পর্যন্ত অনুমতি থাকায় বিজেপির মিছিল প্রশাসন আটকাতে পারেনি বলে জানান অনুপম হাজরা। তবে বেহালার শখের বাজারে বিজেপি কর্মীরা রাজ্যের শাসক দলের বিরুদ্ধে স্লোগান তুলতে শুরু করেন। রাস্তায় টায়ার জ্বালিয়ে তৃণমূলের বিরোধীতায় নামেন বিজেপি কর্মীরা।

দেখুন ভিডিও

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here