স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৫ ডিসেম্বর: “যে কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব দলে আসলে দল শক্তিশালী হবে “। আগামী ১৯ ডিসেম্বর অমিত শাহর সভায় শুভেন্দু অধিকারীর বিজেপিতে যোগদানের সম্ভাবনা নিয়ে এমনই মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তবে তিনি এও জানান, শুভেন্দু অধিকারী এখনও পরিষ্কার করে কিছু বলেননি। এখনও বিজেপিতে যোগদান করেননি।
মঙ্গলবার মেদিনীপুরে একটি অরাজনৈতিক সভায় শুভেন্দু অধিকারীর বক্তব্য ও সূত্রের খবর অনুযায়ী আগামী ১৯ ডিসেম্বর অমিত শাহর হাত ধরে বিজেপিতে যোগদান করতে চলেছেন তৃণমূল বিধায়ক বাংলার দাপুটে নেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করলে বঙ্গ বিজেপি বিগ্রেড কতটা শক্তিশালী হবে তা নিয়ে রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, যে কোনও রাজনৈতিক দলের হেভিওয়েট নেতা দলে আসলে অবশ্যই দল শক্তিশালী হবে। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীকে জেড ক্যাটাগরির নিরাপত্তা দিয়েছে কেন্দ্র। এ ব্যাপারে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী বলেন, ওনার প্রয়োজন আছে বলেই কেন্দ্রীয় সরকার তা দিয়েছে। একসময়ের তৃণমূল কংগ্রেসের জেলার পর্যবেক্ষকের দায়িত্বে থাকা শুভেন্দু অধিকারীর বহু অনুগামী রয়েছে উত্তর দিনাজপুর জেলায়। ফলে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরই এজেলাতেও তৃণমূল কংগ্রেসের ভাঙন বাড়বে বলে ধারণা রাজনৈতিক মহলের।