
নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৯ ডিসেম্বর:
সংশোধিত নাগরিকত্ব আইন প্রত্যাহারের দাবিতে রাস্তায় নামলেন অপর্ণা সেন ও কৌশিক সেন। বৃহস্পতিবার দুপুরে রামলীলা ময়দানে জমায়েত হয় বাংলা সংস্কৃতি মঞ্চের সদস্যরা। তারপর তারা সেখান থেকে মিছিল করে ধর্মতলার দিকে যান। বাংলা সংস্কৃতি মঞ্চের এই মিছিলে জাতীয় পতাকা নিয়ে হাজির হন সংগঠনের সদস্য ও সদস্যারা। মিছিলে সংখ্যালঘু সমাজের মানুষরাও হাজির ছিলেন।
মিছিলে পা মিলিয়ে অপর্না সেন বলেন, কেন্দ্রকে এই কালা আইন প্রত্যাহার করতে হবে। না হলে দেশের মানুষ এই কালা আইনের বিরুদ্ধে রাস্তায় নামবেন। তবে অপর্ণা সেনের আবেদন আন্দোলন করতে হবে শান্তিপূর্ণ ভাবে। কোনও মতেই কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে যাতে হিংসা না ছড়ায় তার আবেদন করেন তিনি।
বিশিষ্ট অভিনেতা কৌশিক সেন বলেন, এ রাজ্যের মানুষ সংশোধিত নাগরিকত্ব আইন কখনোই মানবে না। যার জন্য কেন্দ্রের বিরুদ্ধে আন্দোলনে প্রতিদিন রাজ্যের মানুষ রাস্তায় নামছেন। তবে কালা আইনের বিরুদ্ধে আন্দোলনে যাতে হিংসা না ছড়ায় তার আবেদন করেন কৌশিক সেন। তিনি বলেন, বাংলার আন্দোলনের ঐতিহ্য মেনেই সবাইকে শান্তিপূর্ণ আন্দোলন করতে হবে। তাহলেই আন্দোলনের সার্থকতা থাকবে বলে জানান কৌশিক সেন।