ক্রীড়াপ্রেমীদের জন্যে চালু হল অ্যাপ ‘স্পোর্টো’

আমাদের ভারত, ৪ জুন: ক্রীড়াপ্রেমীদের জন্যে চালু হল ক্রীড়া মাধ্যমের একটি অ্যাপ। রবিবার মধ্য কলকাতায় এক অনুষ্ঠানে এটির উদ্বোধন হয়।

ক্রীড়া জগতের সমস্ত খবর, সমস্ত সর্বশেষ অবস্থান দ্রুত ক্রীড়াপ্রেমীদের কাছে তুলে ধরতে সামাজিক মাধ্যমের মতো বিশ্বে চালু হল ক্রীড়া মাধ্যমের এই অ্যাপ। যেখানে সামাজিক মিডিয়ার মতো যেমন ভাব বিনিময় করা যাবে, তেমনই ক্রীড়া নিয়ে বিভিন্ন আলোচনা ও খবর পাওয়া যাবে। এই আ্যপের নাম দেওয়া হয়েছে ‘স্পোর্টো’।

কলকাতায় এই অ্যাপের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পোর্টো অ্যাপের সিইও অজিত কুমার সুরেকা ও অ্যাপের নকশাকার প্রিন্স কুমার সহ অ্যাপ পরিচালনার সঙ্গে যুক্ত সমস্ত ব্যক্তি।

অজিত কুমার সুরেকা বলেন, ১৯৯৭ সালে প্রথম প্রথম প্রকাশ্যে এসেছিল সামাজিক মাধ্যম। তখন ভাবা যায়নি সেটি পরে এত জনপ্রিয় হবে। তাঁর দাবি, “২০২৩ সালে বিশ্বে প্রথম এ ধরণের ক্রীড়া মাধ্যমের অ্যাপ চালু হল। এটা শুধু ক্রীড়াপ্রেমীদেরই ভালো লাগার বিষয় নয়। এর মাধ্যমে খেলোয়াড়রাও তাদের ক্রীড়াক্ষেত্রের সাফল্য তুলে ধরতে পারবেন। বহু মানুষ এর মাধ্যমে প্রচারের আলোতে এসে আয়েরও সুয়োগ পাবেন।”

প্রিন্স কুমার বলেন, এই অ্যাপে নানান বিভাগ রাখা হয়েছে, যেখানে ক্রীড়াপ্রেমী থেকে ক্রীড়াবিদরাও বিভিন্ন সুযোগ পাবেন। জনপ্রিয় খেলা থেকে হারিয়ে যেতে বসা খেলাও তুলে ধরা হয়েছে। অ্যাপ ব্যাবহারকারীরা শুধুমাত্র একটি খেলার সর্বশেষ অবস্থান পেতে চাইলে তাও পাবেন। গুগল প্লে স্টোর ও আই ফোন অ্যাপ স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *