
আমাদের ভারত, পূর্বমেদিনীপুর, ২৮ মার্চ :
লকডাউনের ফলে ভারতের বিভিন্ন রাজ্যে আটকে আছে পূর্ব মেদিনীপুরের বহু শ্রমিক। প্রশাসনের কাছে তারা আবেদন জানাচ্ছেন তাদের বাড়িতে ফিরিয়ে আনার জন্য। কেরলে আটকে পূর্ব মেদিনীপুরের প্রচুর শ্রমিক। পটাশপুর, ভগবানপুর, ভূপতিনগর এবং খেজুরি থানার বিভিন্ন গ্রামের প্রায় ১৫০ জন নির্মাণ কর্মী ও শ্রমিক কেরলে আটকে গিয়েছে লকডাউনে। কেরলের ত্রিবান্দম জেলার পতনগড় থানার, মাঙ্গাটুকনম নামে এক জায়গায় আটকে আছে এই জেলার নির্মাণ কর্মী ও শ্রমিকরা। এদের থাকার জায়গা থাকলেও পয়সার অভাবে এরা খাওয়া-দাওয়ার সমস্যায় পড়েছে। তাই তারা চাইছে যত শীঘ্র সম্ভব প্রশাসন ব্যবস্থা নিক।
পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন এসব শ্রমিকদের জন্য কেরলের স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে।
কিন্তু কেরলে আটকে থাকা পূর্ব মেদিনীপুরের শ্রমিকদের সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসন যোগাযোগ করলেও আজ পর্যন্ত কোনো রকমের কোনো সাহায্যের জন্য তারা এগিয়ে আসেনি। তাই শ্রমিকরা চাইছেন নিজেদের বাড়ি ফিরে আসতে। প্রশাসনের সাহায্য চাইছেন তারা এই ব্যাপারে।
ব্যাঙ্গালোরের কাছে লক্ষ্মীপুরেও আটকে আছে পূর্ব মেদিনীপুরের চন্ডিপুর, ময়না এবং দক্ষিণ ২৪ পরগনার প্রায় ৩০ জন শ্রমিক। এরাও চাইছেন প্রশাসনের সাহায্যে বাড়ি ফিরতে।