রামের দেশে রয়েছেন আর হারামির মত কাজ করছেন? মমতাকে ব্যক্তিগত আক্রমণ দিলীপ ঘোষের

নীল বণিক, আমাদের ভারত, কলকাতা, ৪ ডিসেম্বর:
রামের দেশে আছেন আর হারামির মত কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে ঠিক এই ভাষায় আক্রমণ করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবার কলকাতার ১৪৭ নম্বর ওয়ার্ডে আজ সকালের চা চক্রে রাজ্যের মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে বিতর্ক তৈরি করলেন তিনি।

আজ সকালে দক্ষিণ কলকাতার জেলা সভাপতিকে নিয়ে চা-চক্রের অনুষ্ঠানে যান বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সেখানেই বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রীর রামের নাম সহ্য করতে পারছেন না। জয় বাংলা বলে এখানে বাংলাদেশ বানানোর চক্রান্ত চলছে। তারপরেই মমতার উদ্দেশ্য বলেন, “দিদিমণি জয় শ্রীরাম বললেই শরীর খারাপ হয়ে যাচ্ছে? গায়ে কিসের রক্ত আছে যে জয় শ্রীরাম বললে সহ্য করতে পারেন না। লজ্জা করে না, রামের দেশে আছেন আর হারামির মতন কাজ করছেন? এরপরই রাজ্যের শাসক দলকে সরাসরি আক্রমণ করেন বিজেপি রাজ্য সভাপতি। তিনি বলেন অনেকেই রাম নাম শুনতে পারছেন না। তাদের বলে যাচ্ছি একদিন রাম নাম শুনতেই হবে। পাশাপাশি যারা বিজেপির পতাকা খুলে নিচ্ছেন তাদেরও হুঁশিয়ারি দিয়ে যাচ্ছি। ঘাড় ধরে একদিন রাম নাম করাতে করাতে বিজেপির পতাকা তাদের হাতে তুলে দেবো।

স্বভাবতঃই দিলীপ ঘোষের এমন বক্তব্যের পর বিজেপি কর্মীরা হাততালি দিয়েছেন। কিন্তুু রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন বিতর্ক। একজন মূখ্যমন্ত্রীকে এইভাবে ব্যক্তিগত আক্রমন করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here