করোনার আতঙ্কে দেহরক্ষীর মুখে মাস্ক, অর্জুন সিং অকুতভয়ে সিএএ নিয়ে প্রচার সালেন কলকাতায়

নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৫ মার্চ:
করোনার আতঙ্ক এড়িয়েই রবিবার কলকাতায় সিএএ নিয়ে প্রচার সারলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। রবিবার ছুটির দিন কলকাতা পুরসভার তিন ওয়ার্ডে প্রচার করেন তিনি। ব্যারাকপুরের সাংসদের নিরাপত্তা রক্ষীরা সবাই মুখে মাস্ক পরেছিলেন।করোনা ভাইরাস ঠেকাতে সতর্ক হয়েছিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়নারাও। তবে ডোন্ট কেয়ার মনোভাব অর্জুন সিংয়ের। তিনি একেবারে মানুষের মধ্যে মিশে গিয়েই সিএএ নিয়ে প্রচার সারলেন। গোটা দেশে কেন সিএএ’র প্রয়োজন তা এদিন মানুষের মধ্যে প্রচার করলেন তিনি। প্রচারের সময় অর্জুন সিং দলীয় কর্মীদের সঙ্গে হাসিমুখে সেলফি তুললেন। এমনকি চাও খেলেন।

করোনার আতঙ্ককে দূর করে উত্তর কলকাতার সূর্যসেন স্ট্রীটে প্রচার সারেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি কোনও রকম মাস্ক ছাড়াই সাধারণ মানুষের সঙ্গে মিশে যান। তারপর সিএএ নিয়ে দলের হয়ে প্রচার শুরু করেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here