নীল বনিক, আমাদের ভারত, কলকাতা, ১৭ জুন : সৌমিত্র খাঁয়ের গ্রেফতারের প্রতিবাদে মমতার সরকারকে তালিবানি সরকারের সঙ্গে তুলনা করলেন বিজেপি সাংসদ অর্জুন সিংহ। কলকাতার বাঁশদ্রোণীতে এদিন গড়িয়াহাট শশ্মান কান্ডে বিক্ষোভ কর্মসূচি ছিল রাজ্য যুব মোর্চার। সেই কর্মসূচিতে উপস্থিত হন ব্যারাকপুরের বিজেপি সাংসদ। সেখানে তিনি বলেন, তালিবানি কায়দায় চলছে রাজ্য সরকার। যুবমোর্চা থানায় ডেপুটেশন জমা দেবার কর্মসূচি নিয়েছিল। যুবমোর্চার কর্মীরা বাঁশদ্রোণী থানায় ডেপুটেশান জমা দিতেন। তারপর নিশ্চই চলে যেতেন। কিন্তু পুলিশ শান্তিপূর্ণ কর্মসূচিকে অশান্ত করল। বিজেপি কর্মীদের সামাজিক দূরত্ব ভেঙ্গে গ্রেফতার করল। এমনকি টানতে টানতে বিজেপি কর্মীদের প্রিজন ভ্যানে তুলেছে কলকাতা পুলিশ। রাজনৈতিক কর্মীদের সঙ্গে এমন ব্যবহার তালিবানে হয় বলে জানান বিজেপি সাংসদ অর্জুন সিং।
পাশাপাশি বাঁশদ্রোণীতে বিক্ষোভ কর্মসূচির জন্য গ্রেফতার করা হয় যুবমোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁকে। গ্রফতার করা হয়েছে যুবমোর্চার সাধারণ সম্পাদক তাপস ঘোষকে। তাদের প্রত্যেককেই গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে। বিজেপি কর্মীদের লালবাজারে নিয়ে যাওয়ার সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। এক সময় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে সামাজিক দূরত্ব বজায় রাখা সম্ভব হয়নি।