মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরক্ষায় কেন্দ্রীয় সরকার নিরাপত্তা দিক, বললেন অর্জুন সিং

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩১ ডিসেম্বর: মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবন সংশয় রয়েছে, তাঁকে হত্যার ষড়যন্ত্র করছে বিজেপি। দিন কয়েক আগে একথা বলে ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেই ঘটনা সম্পর্কে এদিন বিজেপি সাংসদ অর্জুন সিংকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা চাই মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকুন। তবে উনার পরিবারের লোকই উনার অমঙ্গল চাইছে। আমি কেন্দ্রের কাছে অনুরোধ করব, মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়’কে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হোক। জ্যোতিপ্রিয় মল্লিক ভোটে প্রচার পেতে এসব বলেছেন।

অভিষেক বন্দোপাধ্যায়ের নাম করে তাঁকে তোলাবাজ বললেন অর্জুন সিং। উত্তর ২৪ পরগনার হাবড়ার গুমায় বিজেপির রক্তদান কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে অর্জুন সিং বলেন, বিনয় মিশ্র তৃণমূল যুব নেতা। তার দাদা পুলিশ অফিসার। ওই পুলিশ অফিসার বিনয় মিশ্রের মাধ্যমে অভিষেকের কাছে টাকা পাঠাত। সেই বিনয়ের বাড়িতে সিবিআই হানা দিয়েছে। অভিষেকের বাড়ির সিসিটিভির ফুটেজ দেখলে সব স্পষ্ট হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here