
আমাদের ভারত, বালুরঘাট, ২০ মার্চ: সীমান্ত গ্রামে বিএসএফের বিরুদ্ধে যুবক খুনের অভিযোগে ক্ষিপ্ত সাংসদ অর্পিতা ঘোষ। মৃতের পরিবারকে আর্থিক সাহায্য সহ তাঁদের পাশে থাকার বার্তা দিলেন অর্পিতা। লোকসভায় নালিশ জানানোর হুশিয়ারি। শুক্রবার ভারত-বাংলাদেশ সীমান্তের বালুরঘাটের ঠাকুরপুরার চক্শীতল গ্রামে মৃত যুবক অলক বর্মনের বাড়িতে পৌঁছান অর্পিতা। মৃতের মা বাবার সাথে কথা বলে তাঁদের সমবেদনা জানিয়েছেন তিনি। শুধু তাই নয়, সব সময় তাঁদের পরিবারের পাশে থাকার বার্তাও দিয়েচ্ছেন সাংসদ। একই সাথে এদিন ওই পরিবারকে ২০ হাজার টাকার আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে সাংসদের তরফে। অসহায় পরিবারের দিকে তাকিয়ে ভিন রাজ্যে থাকা মৃত যুবকের ভাইকে ভালো কাজ পাইয়ে দেওয়ার আশ্বাসও দিয়েছেন সাংসদ অর্পিতা ঘোষ। সীমান্তে বিএসএফের অত্যাচারের কাহিনী তুলে ধরে লোকসভায় নালিশ জানানোর হুঁশিয়ারিও দিয়েছেন গ্রামে গিয়ে।
উল্লেখ্য, ঠাকুরপুরার বাসিন্দা পেশায় কৃষক কৃষ্ণ বর্মনের দুই ছেলের মধ্যে বড় অলক। পারিবারিক অনটনের কারণে ভিন রাজ্যে কাজ করত সে। কিছুদিন আগেই বাড়ি ফিরে এসেছিল সে। অভিযোগ, গত রবিবার রাতে তাঁকে ধরে নিয়ে যায় ১৯৯ নং ব্যাটেলিয়নের কুমারগ্রাম বিওপির বিএসএফ জওয়ানরা। রাতেই অলককে মারধর করে খুন করা হয়েছে বলে অভিযোগ। সোমবার সকালে ওই ক্যাম্পে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় অলকের। প্রতিবাদে ক্যাম্প ঘিরে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার বাসিন্দারা। ভাঙ্গচুর করা হয় সেখানে। পুলিশ ঘটনার তদন্তে নেমে লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের মামলা দায়ের করে। যে পরিবারের পাশে দাঁড়াতেই এদিন বিকেলে গ্রামে ছুটে যান রাজ্য সভার সাংসদ অর্পিতা ঘোষ।
মৃত যুবকের মা মমতা বর্মন বলেন, সাংসদ তাঁদের পাশে দাঁড়িয়েছেন। আর্থিক সাহায্য করার পাশাপাশি তাঁদের ছেলেকে ভালো কাজ দেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। এমন উদ্যোগকে তিনি সাধুবাদ জানিয়েছেন।
অর্পিতা ঘোষ জানিয়েছেন, বিএসএফ ক্যাম্পে যুবক খুনের ঘটনা সামনে এসেছে। জেলায় ফিরেই তিনি গ্রামে পৌঁছে পরিবারের সদস্যদের পাশে থাকার বার্তা দিয়েছেন। সীমান্তে বিএসএফের এমন অত্যাচার নিয়ে লোকসভায় নালিশ করবেন তিনি।