ছিনতাইকারীদের মদত দেওয়ার অভিযোগে মালদায় গ্রেপ্তার এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর রাজীব পাল

আমাদের ভারত, মালদা, ১৮ ফেব্রুয়ারি: ছিনতাইকারীদের মদত দেওয়ার অভিযোগে রাজীব পাল নামে এক এসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টরকে গ্রেফতার করেছে মালদা থানার পুলিশ। এর আগে মালদা থানায় কর্মরত থাকাকালীন তাঁর বিরুদ্ধে দুষ্কৃতীদের ছিনতাইয়ে মদত দেওয়ার অভিযোগ রয়েছে। আজ তাকে আদালতে পেশ করা হয়। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বিজেপির মালদা জেলার সহ-সভাপতি অজয় গঙ্গোপাধ্যায় বলেন, এই রাজ্যের আইন-শৃঙ্খলা কোন জায়গায় পৌঁছেছে এই ঘটনাই সবচেয়ে বড় প্রমাণ একজন পুলিশ কর্মী ছিনতাইয়ের অভিযোগে গ্রেপ্তার হয়েছে।

যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূলের জেলা কার্যকরী সভাপতি দুলাল সরকার বলেন, বিজেপি আগে নিজের রাজ্যের দিকে নজর দিক। তাদের শাসিত রাজ্য গুলিতে পুলিশ যেভাবে অত্যাচার করে তা এই রাজ্যে হয় না। কোনও পুলিশকর্মী যদি ব্যক্তিগতভাবে অপরাধ করে থাকে তাহলে আইন মেনে তার শাস্তি হবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here