অকারণে রাস্তায় বেরলে গ্রেপ্তার

আমাদের ভারত, মেদিনীপুর, ২২ এপ্রিল: সুনির্দিষ্ট জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে রাস্তায় বের হলেই গ্রেফতার করছে মেদিনীপুর শহরের পুলিশ। লকডাউন আইন ভেঙে রাস্তায় ঘোরাঘুরি করার অভিযোগে বুধবার সকালে মেদিনীপুর শহরের কয়েকটি জায়গা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। আটক করা হয়েছে ১২টি মোটরসাইকেল।

লকডাউন ঘোষণা হওয়ার পর থেকে কোতয়ালি থানার পুলিশের উদ্যোগে সারা জেলা শহরজুড়েই নাকাচেকিং চলছে। দাসপুরে তিনজনের করোনা আক্রান্তের পর মেদিনীপুর শহর চষে বেড়াচ্ছেন পুলিশকর্মীরা। চব্বিশ ঘন্টা কড়া নজরদারি চালানো হচ্ছে। অতি প্রয়োজন ছাড়া যারা রাস্তায় বেরোচ্ছেন পুলিশ তাদের গ্রেফতার করছে। পাশাপাশি পুলিশের পক্ষ থেকে লাগাতার সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *