জঙ্গল মহল উৎসবের খাবারের মান নিয়ে বিক্ষোভ শিল্পীদের

আমাদের ভারত, ঝাড়গ্রাম,২৪ জানুয়ারি: রাজ্যস্তরীয় জঙ্গলমহল উৎসবে নিম্নমানের খাবার পরিবেশন করায় বিভিন্ন জেলার ঝুমুর শিল্পী এবং স্বেচ্ছাসেবকরা উৎসব কমিটির আধিকারিকদের ঘিরে বিক্ষোভ দেখালেন।
জঙ্গলমহল উৎসবে বেশ কয়েকদিন ধরে আমন্ত্রিত শিল্পীদের খাবারের গুনগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। গত  ২০ জানুয়ারি থেকে শুরু হয়েছে রাজ্যস্তরে জঙ্গলমহল উৎসব। উৎসব শুরুর পরের দিন থেকেই পচা ও বাসি খাবার দেওয়ার অভিযোগ উঠেছে সরকারি এই উৎসব কমিটির বিরুদ্ধে। শুক্রবার দুপুরের খাবার পরিবেশন করার পর স্বেচ্ছাসেবক ও ঝুমুর শিল্পীরা টকে যাওয়া ভাত ও  তরকারি রাবার পেয়ে ক্ষোভে ফেটে পড়েন। ঝাড়গ্রামের ডেপুটি মেজিস্ট্রেট অভিষেক বিশ্বাসকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন বাঁকুড়া পুরুলিয়া বীরভূমের ঝুমুর শিল্পীও স্বেচ্ছাসেবকরা। উৎসবের খাবার খারাপ বলে মানতে চাননি ডেপুটি ম্যাজিস্ট্রেট। তিনি বলেন, এত লোকের  খাবারের মধ্যে কয়েকজনের খাবার কিছুটা খারাপ হয়ে থাকলেও থাকতে পারে। আকাঙ্ক্ষিত না হলেও এরকম এক আধবার হয়ে গেলে কিছু করার থাকে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *