স্বাধীনতা দিবসের উপহার, দুই মহিলা সহ আট বন্দিকে মুক্তি দিল সরকার, মন্ত্রী বিপ্লব মিত্রের হাত ধরেই সংশোধনাগার থেকে বেরলেন বন্দিরা

পিন্টু কুন্ডু, বালুরঘাট, ১৫ আগস্ট: স্বাধীনতা দিবসের উপহার। বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগার থেকে ৮ জন বন্দিকে মুক্তি দিল রাজ্য সরকার। মন্ত্রি বিপ্লব মিত্রের উপস্থিতিতে দুই মহিলা সহ আট বন্দিকে তাদের পরিবারের হাতে তুলে দেয় জেল কর্তৃপক্ষ। যাদের খুন সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কাজে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল।‌

স্বাধীনতার ৭৬ তম বর্ষে তাদের সাজা কমিয়ে আজ মুক্তি দেওয়া হয়েছে জেল কর্তৃপক্ষের তরফে। জেল বন্দি থাকাকালীন তাদের ভালো ব্যবহারের জন্যই এমন সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার বলে জানিয়েছে সংশোধনাগার কর্তৃপক্ষ। এদিন বন্দিদের রিলিজ অর্ডার নিয়ে কেন্দ্রীয় সংশোধনাগারে পৌঁছান পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা ও সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র। যার হাত ধরেই এদিন আট বন্দি বেরিয়ে আসেন সংশোধনাগারের বাইরে।

বালুরঘাট কেন্দ্রীয় সংশোধনাগারের সুপার নবীন কুজুর জানিয়েছেন, স্বাধীনতা দিবসের উপহার হিসেবে আট জন বন্দিকে এদিন মুক্তি দেওয়া হয়।

মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন, রাজ্য সরকারের তরফে তিনি রিলিজ অর্ডার নিয়ে সংশোধনাগারে এসেছেন। আট বন্দির সাজা কমিয়ে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে দীর্ঘ প্রায় সাত থেকে আট বছর সংশোধনাগারে থেকে এদিন মুক্তির খুশিতে আবেগপ্রবণ হয়ে ওঠেন বন্দিরা। আগামী দিনে এই বন্দিরা নিজেদের সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে যাবেন বলে জানিয়েছেন।
মুক্তি পাওয়া দুই বন্দি অশ্বীন মন্ডল এবং মিনতি মার্ডি। তারা জানিয়েছেন, মুক্তি পেয়ে খুবই আনন্দিত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *