ডানকুনিতে করোনা আতঙ্কে এম্বুলেন্স না আসায়, টোটো চালিয়ে রোগী নিয়ে হাসপাতালে উপপুরপ্রধান

নীল বনিক, আমাদের ভারত, ২৭ মার্চ: বিশ্ব জুড়ে করোনার থাবা, তাঁর জেরে দেশে চলছে লকডাউন। লকডাউনের জন্য রাস্তাঘাট ফাঁকা, নেই কোনো যানবাহন। এই অবস্থায় কোনো ব্যক্তি অসুস্থ হলে এম্বুলেন্স পর্যন্ত পাওয়া দায় হয়ে দাঁড়াচ্ছে। ঠিক তেমনটাই হলো হুগলীর ডানকুনির নন্দনকানন এলাকায়।

গতকাল রাত দশটার সময় রুজেলি ঘোষ (৪৬) নামে এক মহিলা অসুস্থ হয়ে যান। এলাকার লোকজন এম্বুলেন্সের জন্য ফোন করে। কিন্তু করোনা আতঙ্কে এম্বুলেন্স নিয়ে আসতে রাজি হননি চালক। খবর যায় ডানকুনি পৌরসভার উপপুরপ্রধান দেবাশীষ মুখার্জির কাছে। খবর শুনেই পাড়ার টোটো নিয়ে বেরিয়ে পড়েন দেবাশীষবাবু। অসুস্থ রুজেলি ঘোষকে টোটোয় চাপিয়ে নিজে টোটো চালিয়ে সোজা হাসপাতালে যান।

ডানকুনি এলাকার বাসিন্দাদের দাবি করোনা ভাইরাসের জন্য কোনো এম্বুলেন্স আসতে চায়নি কারণ যদি করোনা ভাইরাসের রুগী ওঠে গাড়িতে। এই ঘটনায় দেবাশীষ মুখার্জি বলেন, বছরের প্রতিটি দিন মানুষের পাশে ছিলাম আজও আছি, নতুন কোনো বিষয় নয়। মানুষ বিপদে পড়লে আরএকজন মানুষের কাজ হচ্ছে সাহায্য করা আমি সেটাই করেছি। আমি যখন খবর পাই, এম্বুলেন্সের জন্য অপেক্ষা করিনি নিজেই টোটো নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাই। আমি ব্যক্তিগত ভাবে ডাক্তারের সাথে কথা বলে ভর্তি করে দিয়ে আসি।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here