কোটি কোটি টাকার দুর্নীতি যেভাবে হয়েছে, গোটা পশ্চিমবঙ্গকে তৃণমূল পকেটে ঢুকিয়ে নিয়েছে: লকেট

জয় লাহা, দুর্গাপুর, ২৯ নভেম্বর: ‘রাজ্যে পরিবারতন্ত্রের রাজনীতি চলছে। তৃণমূলের পরিবারের লোকেরা চাকরি পাচ্ছে। সাধারণ মেধারা পাচ্ছে না। হাজার হাজার চাকরি প্রার্থীর সাথে বেইমানি করা হচ্ছে, নিয়োগ করা হয়নি। সামনে পঞ্চায়েত ভোট আসছে, তাই দরদ দেখাচ্ছে।’ মঙ্গলবার দুর্গাপুরে দলীয় কর্মসূচিতে এসে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন হুগলীর সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

প্রসঙ্গত, আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখে সাংগঠিক শক্তি বৃদ্ধিতে ময়দানে নেমেছে গেরুয়া শিবির। মঙ্গলবার দুর্গাপুর সৃজনী প্রেক্ষাগৃহে ছিল বিজেপির রাঢ়বঙ্গের সমন্বয় মিটিং। তাতে উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ ও সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মিটিং সেরে সাংবাদিকদের মুখোমুখি হন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূলকে আক্রমণ করে বলেন, “পরিবারতন্ত্রের রাজনীতি চলছে। তৃণমূলের পরিবারের ছেলেমেয়েরা পরীক্ষা না দিয়ে ইন্টারভিউ না দিয়ে নাম আর টাকা দিয়ে চলে যাচ্ছে। তারাই চাকরি পাচ্ছে। সাধারণ মেধার যুবক-যুবতীরা পরীক্ষায় পাশ করেও চাকরি থেকে বঞ্চিত হয়েছে।” তিনি আরও বলেন,” হাজার হাজার চাকরি প্রার্থীর সাথে বেইমানি করা হচ্ছে। নিয়োগ করা হয়নি। সামনে পঞ্চায়েত ভোট আসছে, তাই মুখ্যমন্ত্রী দরদ দেখাচ্ছে। নাটক করছে।” তিনি আরও বলেন, “তৃণমূল নেত্রী বলেছেন রাজ্যের ২৯৪ টা আসনে নিজে একাই প্রার্থী। রাজ্যের তৃণমূল সরকারকে উপড়ে ফেলার মিশনে মানুষ প্রস্তুত। আমারাও প্রস্তুত। মানুষের লড়াইয়ে আমরা আছি। দুর্নীতিগ্রস্ত তৃণমূল সরকারকে উপড়ে ফেলার মিশনে বিজেপি একাই লড়বে।”   

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *