কড়া হাতে অসমের পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা ছাড়াও দায়িত্ব দেওয়া হচ্ছে এনআইএ অফিসারদের

আমাদের ভারত,১২ ডিসেম্বর:নাগরিকত্ব সংশোধনী বিল ২০১৯ পাস হওয়ার পর থেকেই আগুন জ্বলছে অসমে। হিংসা থামার কোনো পরিস্থিতি তৈরি হয়নি এখনও। আজ পর্যন্ত ৫ কলাম সেনা নামানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে। অগ্নিগর্ভ অসমে হিংসা রুখতে ব্যর্থ হয়েছে পুলিশ। তাই সরানো হলো গুয়াহাটির পুলিশ কমিশনারকেও। কড়া হাতের পরিস্থিতি নিয়ন্ত্রণের লক্ষ্যে দায়িত্ব দেওয়া হচ্ছে এনআইএর আধিকারিকদের।

জানা গেছে, গুয়াহাটির পুলিশ কমিশনারের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে দীপক কুমারকে। তার জায়গায় আনা হয়েছে মুন্না প্রসাদ গুপ্তকে। বদলি করে দেওয়া হয়েছে আরও বেশ কয়েকজন ডেপুটি কমিশনারকে। একই সঙ্গে পরিস্থিতি সামাল দিতে এনআই এর আইজিপিকে অসম পুলিশের এডিজিপি পদে নিয়ে আসা হচ্ছে বলে খবর।

নাগরিকত্ব বিল পাস হওয়ার পর থেকেই অগ্নিগর্ভ পরিস্থিতি অসমে। ১০০ মিটার অন্তর অন্তর জ্বলছে আগুন। হামলা চালানো হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী বিধায়ক ও সাংসদের বাড়িতে। জারি করা হয়েছে অনির্দিষ্টকালের জন্য কারফিউ। ছাত্ররা হাত কেটে রক্ত দিয়ে পোস্টার লিখে প্রতিবাদ জানাচ্ছে। ১০টি জেলায় বন্ধ রয়েছে ইন্টারনেট মোবাইল পরিষেবা। কিন্তু এই সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে হাজার-হাজার মানুষ পথে নেমেছে। আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বাসে।

অসমের আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন কেন্দ্র সরকার। কড়া হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বার্তা দিতেইএবার এনআইএর আইজিপিকে অসমে পাঠানো হচ্ছে বলে খবর। এর আগেও অসমে সন্ত্রাস কবলিত এলাকার আইন শৃঙ্খলা ফেরাতে বিশেষ ভূমিকা নিয়েছিলেন এন আই এ । তাই সেই অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাইছে মোদী সরকার।

এদিকে একই পরিস্থিতি ত্রিপুরাতেও। এখনও পর্যন্ত তিন কলাম সেনা নেমেছে ত্রিপুরায়। কাঞ্চনপুর সহ দু-তিনটি এলাকায় কয়েক হাজার বাহিনী পাঠানো হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে।

অসম থেকে পশ্চিমবঙ্গে আসার সমস্ত ট্রেন বাতিল করা হয়েছে। অবরোধ চলছে সড়ক পথে। গুয়াহাটি বিমানবন্দর থেকে বাতিল করা হয়েছে বিমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *