ছাত্রীদের কুপ্রস্তাব ও শিক্ষিকাদের অশ্লীল এসএমএস করার অভিযোগ, গ্রেফতার প্রধান শিক্ষক আশিক ইকবাল

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৭ জানুয়ারি: ছাত্রীদের কু-প্রস্তাব ও সহকর্মীদের অশ্লীল ভাষায় গালিগালাজ অভিযোগে প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। উত্তর ২৪ পরণার বসিরহাট মহকুমার মধ্যমপুর গোলাইচন্ডী হাই স্কুলের ঘটনা। ধৃত প্রধান শিক্ষকের নাম আশিক ইকবাল মন্ডল।

প্রধান শিক্ষক আশিক ইকবাল মন্ডলের বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রায় এক বছর ধরে ছাত্রীদের কুরুচিকর মন্তব্য গালিগালাজ করছেন। এমনকি সহকারি শিক্ষিকাদের বাজে মন্তব্য এমনকি মোবাইলে কুরুচিকর এসএমএস পাঠাত। একাধিক শিক্ষিকাকে এই এসএমএস পাঠাত। প্রতিবাদ করলে তাদের চাকরি থেকে বরখাস্ত হুমকি দিত এই প্রধান শিক্ষক আশিক, বলে অভিযোগ।

এই স্কুলের প্রায় ১৫০ ছাত্রীর একই অভিযোগ প্রধান শিক্ষকের ব্যবহার নিয়ে। আজ স্কুলে এক ছাত্রীকে কুপ্রস্তাব দেয় ওই শিক্ষক। এমনকি প্রতিবাদ করলে তাকে স্কুল থেকে টিসি দেওয়ার ভয় দেখায়। ঘটনা জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন ছাত্র-ছাত্রীদের অভিভাবকরা। প্রধান শিক্ষককে ঘেরাও করে রাখে ছাত্র-ছাত্রী এবং অভিবাবকরা। ছাত্র ছাত্রী ও শিক্ষিকারা পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনাস্থলে বসিরহাট থানার পুলিশ গিয়ে সরেজমিনে খতিয়ে দেখে গ্রেফতার করে ওই শিক্ষককে।


ছবি: অভিযোগকারী শিক্ষিকা।

স্কুলে আসেন বসিরহাট এক নম্বরের বিডিও তাপস কুন্ডু।এক সহকারী শিক্ষিকা প্রধান শিক্ষকের বিরুদ্ধে একটি অভিযোগ জমা দেন। ওই স্কুলের তিন শিক্ষিকা এই পুরো ঘটনা উচ্চমাধ্যমিক শিক্ষা দপ্তরে জানান। রাজ্য শিক্ষা দপ্তর নিজস্ব একটি তদন্ত কমিটি গঠন করে প্রধান শিক্ষক আশিক ইকবালের বিরুদ্ধে ওঠা অভিযোগ সরেজমিনে খতিয়ে তদন্ত করে। দেখা যায় পুরো ঘটনাটা সত্যি। তারপর বোর্ড ওই শিক্ষককে বরখাস্ত করে বলে জানাগেছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here