পুনের পরিযায়ী বাঙালিদের হতাশার কথা শুনলেন অশোক লাহিড়ী

আমাদের ভারত, ১৫ সেপ্টেম্বর: মহারাষ্ট্রের পুনেতে বাঙালিদের সঙ্গে শুক্রবার বিশেষ আলাপচারিতা করলেন প্রখ্যাত অর্থনীতিবিদ তথা বালুরঘাটের বিধায়ক অশোক লাহিড়ী। সঙ্গে উপস্থিত ছিলেন পুনে ক্যান্টনমেন্টের বিধায়ক শ্রী সুনীল কাম্বলে।

পুনেতে প্রায় চার লক্ষ বাঙালির বসবাস। তারা পশ্চিমবঙ্গের সম্পর্কে নিজেদের বক্তব্য, রাজ্যের অস্থির পরিস্থিতি এবং প্রতিনিয়ত রাজ্যের ছেলেমেয়েদের চাকরির খোঁজে ভিন রাজ্যে পাড়ি দেওয়ার প্রসঙ্গ বিশদ জানান অশোকবাবুদের। সেই সঙ্গে তৃণমূলের সন্ত্রাস যার জন্য তারা পশ্চিমবঙ্গে ভোট দিতে ভয় পান এবং তৃণমূলের দ্বারা ভোটের জন্য ছড়িয়ে দেওয়া প্রাদেশিকতা যার জন্য তাদের মহারাষ্ট্রের মতো রাজ্যে তৃণমূলের নাম করে প্রশ্নের সম্মুখীন হতে হয়, সেই বিষয়গুলি তুলে ধরলেন।

উপস্থিত ছিলেন পুনের বাঙালি বিজেপি আঘরির সভানেত্রী শ্রীমতি মেঘনা প্রামাণিক। উপস্থিত ছিলেন এলাকার শতাধিক স্বর্ণকার যাদের চাকরির খোঁজে পশ্চিমবঙ্গ থেকে পুনেতে আসতে হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here