দেশের খনি মানচিত্রে এবার নাম উঠবে উত্তর ২৪ পরগনার অশোকনগরের

সুশান্ত ঘোষ, অশোকনগর, ২২ নভেম্বর: দেশের খনির মানচিত্রে এবার নাম উঠতে চলেছে অশোকনগরের।
অশোকনগরে পাইলট প্রকল্পে তেল ও গ্যাসের ভান্ডারের সন্ধান পেয়েছে রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি। কেন্দ্রীয় তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন, নমুনা পরীক্ষা চলছে সেগুলির। সেই সঙ্গে তাঁর বার্তা, সব কিছু ঠিকঠাক চললে শীঘ্রই সেই তেল বাণিজ্যিক ভাবে উত্তোলন করা যাবে বলে আশা।

উত্তর ২৪ পরগনা অশোকনগর শ্রমলক্ষ্মী কলোনির ২২ নম্বর ওয়ার্ড তেল ও গ্যাসের ভান্ডারের সন্ধানে সোনালী ভবিষ্যতের স্বপ্ন দেখছে অশোকনগরের মানুষ। তাঁরা মনে করছেন, এর ফলে দেশের শিল্প মানচিত্রে ফের একবার অশোকনগরের নাম যুক্ত হবে, তবে অন্যভাবে। কর্মসংস্থান হবে। এলাকার আর্থিক মানচিত্র পাল্টে যাবে।

গত তিন বছর ধরে ওএনজিসি অনুসন্ধান চালিয়ে যাচ্ছে এই খনির সন্ধান পেয়ে। এই মাসের গোড়ায় নমুনা পরীক্ষার জন্য হলদিয়া ইন্ডিয়ান অয়েলের পরিশাধোনাগারে পাঠানো হয়। আসার আলো দেখতে পায় এন জি সি। এই প্রকল্পের জন্য ইতিমধ্যে কয়েক একর কৃষি জমি নেওয়া হয়েছে। প্রকল্পের জন্য আরও কয়েক একর জমির প্রয়োজন।

কয়েক বছর আগে অশোকনগর থানা এলাকায় হাবড়া-নৈহাটি সড়কের কাছে বাইগাছি মৌজায় কৃষি ও জলাজমিতে প্রাকৃতিক গ্যাসের সন্ধানে খননের কাজ শুরু করেছিল ওএনজিসি। সূত্রের খবর, সব ঠিকঠাক চললে চলতি অর্থবর্ষ শেষের আগেই অশোকনগরে বাণিজ্যিক উত্তোলনের প্রক্রিয়া শুরু হতে পারে। এলাকার মানুষ স্বপ্ন দেখছে কর্ম সংস্থান ও বানিজ্যের। তবে জমিহারা মানুষের দাবি, তাদের কাজ ও জমির ন্যায্যমূল্যের ব্যবস্থা করুক সরকার। এলাকাবাসীর জানিয়েছে, পৃথিবীর মানচিত্রে অশোকনগরের নাম উঠে এল। ইতিমধ্যেই এলাকার অর্থনৈতিক উন্নতি হতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *