ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ, এএসআই জাহাঙ্গীর হোসেন গাজীকে গণপিটুনি, গাড়িতে আগুন

সায়ন ঘোষ, উত্তর ২৪ পরগণা, ১৮ জানুয়ারি: ছাত্র যুব অনুষ্ঠানে ছাত্রীকে শ্লীলতা হানির অভিযোগ উঠল এক এসআইয়ের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে ওই এএসআইকে বেধড়ক মারধর। পুড়িয়ে দেওয়া হয় পুলিশের গাড়ি। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগণার বসিরহাট মহকুমার হাড়োয়া থানার মোহনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুর এমসিএইচ হাই স্কুলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার  মোহনপুর  এমসিএইচ হাইস্কুলে সকাল থেকে ছাত্র যুব  উৎসব চলছিল। সেখানেই হাড়োয়া থানার গোপালপুর ক্যাম্পের পুলিশকর্তা এএসআই জাহাঙ্গীর  হোসেন গাজী ডিউটিরত অবস্থায় ছিলেন।
অভিযোগ, সন্ধ্যা ছটা নাগাদ মল্লিকঘেরি কুজিপাড়া গ্রামের  বাসিন্দা একাদশ শ্রেণির দুই ছাত্রীকে অভিযুক্ত এএসআই জাহাঙ্গীর হোসেন গাজী কুপ্রস্তাব দেয় ও অশ্লীল কথা বলে। ঘটনার কথা ছড়িয়ে পড়তেই  অভিযুক্ত পুলিশ কর্তাকে ক্লাসরুমে  আটকে  বেধড়ক  গণপিটুনি দেয় গ্রামবাসীরা।

এলাকা উত্তপ্ত হয়ে ওঠে এবং উত্তেজিত জনতা  পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেয় বলে জানা যায়। ঘটনাস্থলে যায় হাড়োয়া  ও  মিনাখাঁ থানার বিশাল কামব্যাট ফোর্স ও পুলিশবাহিনী।ঘটনাস্থলে যান মিনাখাঁর এসডিপিও। 

এই ঘটনা পূর্ব-পরিকল্পিত কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।এমনকি ওই পুলিশ কর্তাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে  কিনা,  সেটাও তদন্তে রাখছে পুলিশ। ছাত্রী ও পরিবারের তরফ থেকে  থানায় এখনো  কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।আহত এএসআই জাহাঙ্গীর আলমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *