ভাতার দাবিতে বিডিও অফিসে জমায়েত

আমাদের ভারত, মেদিনীপুর, ১৭ ফেব্রুয়ারি: বার্ধক্য ভাতার দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিকের দপ্তরের সামনে জমায়েত করলেন ষাটোর্ধ্ব বৃদ্ধ-বৃদ্ধারা। সোমবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকে তারা জমায়েত করে  ভাতা সংক্রান্ত অভিযোগ জানান। তাদের অভিযোগ শোনার পর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ ঘোষ  জানিয়েছেন, বার্ধক্য ভাতার জন্য অনেকেই আবেদন করেন। এরপর প্রয়োজনীয় সমস্ত দিক খতিয়ে দেখে তা দেওয়া হয়। কিছু জনের নাম  তালিকাভুক্ত রয়েছে কিন্তু টাকা আসেনি। আবার অনেকেই দীর্ঘদিন ভাতা পাওয়ার পর বন্ধ রয়েছে। এই সব সমস্যা তাদের কাছ থেকে জানলাম। সেগুলো খোঁজখবর নিয়ে দেখছি।

৬৩ বছরের বৃদ্ধ গুণধর দাস জানান, ভাতার জন্য বারবার আবেদন জানিয়েও পাইনি। অথচ সম্ভ্রান্ত পরিবারের বৃদ্ধ-বৃদ্ধারা ভাতা পেয়ে যাচ্ছেন। আমরা গরীব  মানুষ, বয়স ৬০ এর বেশি হওয়ায় নিয়ম মেনে প্রয়োজনীয় নথি বহুবার জমা দিয়েছি কিন্তু আজ পর্যন্ত আমাদের ভাতা চালু হয়নি। আমরা আজ বিডিও সাহেবের কাছে এসে এ ব্যাপারে সবকিছু জানালাম।”

অপর এক বিধবা ভাতা পাপক নারায়ণগড়ের নারমা অঞ্চলের অঞ্জলি মহাপাত্র জানান, “আজ ৩৫ বছর স্বামী মারা গেছেন। সংসার চালাতে খুব কষ্ট হয়। বিধবা ভাতার জন্য তাই বহুবার আবেদন করেছি। কিন্তু আজ পর্যন্ত পাইনি। তাই আজ ব্লকে এসে বিডিও সাহেবকে সরাসরি জানালাম।

সমষ্টি উন্নয়ন আধিকারিক বিশ্বজিৎ ঘোষ  বলেন,”যারা বাধ্যক্য ভাতা পাননি তারা  পুনরায় আবেদন করতে পারবেন। সবকিছু দেখে তাদেরও ভাতার ব্যবস্থা করা হবে।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here