ইসলামপুরে নিয়ন্ত্রণ হারিয়ে নাইট সার্ভিস বাস উলটে আহত ২৫ জন বাসযাত্রী

স্বরূপ দত্ত, উত্তর দিনাজপুর, ২৩ জানুয়ারি: এক বাইক আরহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে এক নাইট সার্ভিস বাস উলটে গিয়ে আহত ২৫ জন বাসযাত্রী। ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার মিলনপল্লী এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

স্থানীয়সূত্রে জানা গিয়েছে, শিলিগুড়ি থেকে একটি নাইট সার্ভিস বাস আসানসোলে যাচ্ছিল। বাসটি ইসলামপুর থানার মিলনপল্লী এলাকার ৩১ নম্বর জাতীয় সড়কে এসে পৌছালে একটি লরিকে অভারটেক করে সামনে একটি বাইক আরহীকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে উল্টে যায়। তড়িঘড়ি স্থানীয় বাসিন্দারা ছুটে এসে বাসযাত্রীদের বাস থেকে বের করে। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর থানার পুলিশ ও দমকল বাহিনী। এই ঘটনার জেরে বেশ কিছুক্ষন ৩১ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পরে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। ঘটনার তদন্ত শুরু করেছে ইসলামপুর থানার পুলিশ।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here