চিকিৎসাগত ভুলের মাশুল গুনতে হচ্ছে অশোক দত্ত’র পরিবারকে, বর্তমানে একশো শতাংশ প্রতিবন্ধী ১৯ বছরের মূক বধির ইন্দ্রনীল

আমাদের ভারত, হুগলী, ৩ ডিসেম্বর: আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস। আর এই প্রতিবন্ধী দিবসে চুচু্ঁড়া থানার উত্তর সিমলা গ্রামে ইন্দ্রনীল দত্ত ১৮ বছর আগে চিকিৎসাগত ভুলের জন্য অশোক দত্ত ও তার পরিবারকে ভুলের মাশুল গুনতে হচ্ছে। ১০০ শতাংশ প্রতিবন্ধী এখন ১৯ বছরের মূক বধির ইন্দ্রনীল বিছানায় বসেই দিন কাটিয়ে যাচ্ছে নীরবে। বিছানাতেই খাওয়া থেকে শুরু করে সব কিছুই করে দিতে হয় তার মা বাবাকে।

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া পরিবারের একমাত্র দর্জির কাজের উপর নির্ভরশীল। প্রতিবন্ধী ভাতাও নিয়মিত নয়, স্ত্রীর ভারী অসুখের জন্য নিয়মিত ভেলোরে যাতায়াত। তার সঙ্গে বিপুল অর্থ ব্যয়ে জেরবার দত্ত পরিবার। প্রতিবন্ধী দিবসে ইন্দ্রনীলের পরিবারের প্রার্থনা নিয়মিত ভাতার মাধ্যমে আথিক সাহার্য্যের সঙ্গে সহমর্মিতা। ‘প্রতিবন্ধীরা সমাজের মানুষ’ এই চেতনার উন্মেষেই প্রতিবন্ধী সমস্যার সম্ভব। এটাই হোক প্রতিবন্ধী দিবসের চাওয়া পাওয়া।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here