আপাতত এ রাজ্যে লোকাল ট্রেন চলার সম্ভাবনা নেই

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ অক্টোবর: মার্চ মাস থেকে লোকাল ট্রেন বন্ধ থাকার ফলে নিত্যযাত্রীদের নাজেহাল অবস্থায় পড়তে হয়েছে। তবুও এই মুহূর্তে রাজ্যে লোকাল ট্রেন চলার সম্ভাবনা নেই বলে কেন্দ্রীয় সরকার এক নির্দেশিকায় জানিয়েছে। পুজোর আগে একবার এরাজ্যে লোকাল ট্রেন চালানোর সম্ভাবনা দেখা দিয়েছিল। কিন্তু তা সম্ভব হয়নি। এরপর পুজোর পর থেকে লোকাল ট্রেন চালানোর তৎপরতা শুরু হয়। কিন্তু এই মুহূর্তে আনলক ফাইভ ঘোষণার পর দেখা গেছে লোকাল ট্রেন চালানোর কোনও ইঙ্গিত নেই কেন্দ্রীয় নির্দেশিকায়। পুজোর আগে রাজ্যসভার বিজেপি সাংসদ স্বপন দাশগুপ্ত চিঠি লিখে লোকাল ট্রেন চালানোর জন্য কেন্দ্রকে অনুরোধ করেন। কিন্তু নবান্ন থেকে তা খারিজ করে দেওয়া হয়। এর ফলে আপাতত ৩০ নভেম্বর পর্যন্ত রাজ্যে লোকাল ট্রেন চলার কোনও সম্ভাবনা নেই বলেই কেন্দ্রের নির্দেশিকা থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *