আয়াদের দৌরাত্ম্যের অভিযোগে সরগরম রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল, শিশুদের হাতের স্যালাইনের সুঁচ খুলতে দিতে হচ্ছে টাকা

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১৯ সেপ্টেম্বর: উত্তর দিনাজপুর জেলার সর্ববৃহৎ সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটি আয়া মাসিদের দৌরাত্ম্যের অভিযোগে সরগরম হয়ে উঠল। অভিযোগ, কর্তব্যরত নার্সদের সামনেই ছুটি হয়ে যাওয়া শিশুদের হাতের স্যালাইনের সুঁচ খুলতে দিতে হচ্ছে টাকা। সর্দি, কাশি, ও অজানা জ্বরে শিশুদের ব্যাপক সংক্রমনের জেরে এমনিতেই নাজেহাল অবস্থা শিশুর অভিভাবকদের। এই পরিস্থিতিতে কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়ছেন তারা।

অন্যদিকে, অজানা জ্বরে আক্রান্ত হয়ে রায়গঞ্জ গভমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে অসুস্থ শিশুদের সংখ্যা দিন দিন বাড়ছে। আর এরই মাঝে জেলার এই সর্ববৃহৎ সরকারি স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রটিতে আয়া মাসিদের দৌরাত্ম্যের ঘটনা চিন্তায় ফেলেছে শিশুর অভিভাবকদের। তবে যে কাজ নার্সদের করার কথা সেটা প্রশিক্ষনহীন আয়ারা কিভাবে করছে তাও আবার শিশুদের অভিভাবকদের কাছ থেকে জোর করে টাকা নিয়ে তা নিয়ে প্রশ্ন উঠেছে। মেডিকেল কলেজ কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। যদিও তা খতিয়ে দেখে তদন্তের আশ্বাস দিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *