
আমাদের ভারত, দিঘা, ১ জানুয়ারি: বড়দিনে পর্যটকদের ভিড়ে কিছুটা ভাটা পড়লেও বছরের শুরুতে পয়লা জানুয়ারি থিকথিকে ভিড় জমলো রাজ্যের পর্যটন মানচিত্রের অন্যতম কেন্দ্র দিঘার সমুদ্র সৈকতে।
ডিসেম্বরের মাঝামাঝি সময় থেকে দিঘায় পর্যটকদের ভাটা পড়েছিল। যার ফলে উৎসবের আবহেও কোথাও যেন তাল কেটেছিল সমুদ্র সৈকতে। এক সপ্তাহ আগে বড়দিনেও বিগত বছরগুলোর মতো পর্যাপ্ত ভিড় জমেনি। কিন্তু নতুন বছরের শুরুতে দিঘার ছবিটি পুরোপুরি পাল্টেছে। বর্ষবরণের রাত থেকেই রাজ্য ও প্রতিবেশী রাজ্যগুলির বিভিন্ন জায়গা থেকে পর্যটকেরা ভিড় করতে থাকে। সকাল হতেই একেবারে ভিড়ে উপচে পড়ে দিঘার সৈকত চত্বর।
দিঘার পাশাপাশি বুধবার পর্যটকদের ভিড়ে জমে উঠে তাজপুর, মন্দারমণি, শঙ্করপুর প্রভৃতি সৈকত এলাকাগুলি। বছরের শুরুতে পর্যটকদের ভিড় সারপ্রাইজ গিফট হিসেবে ধরছেন ব্যবসায়িক মহল।