বছর শেষে পুলিশের শীর্ষমহলে বড়সড় রদবদল

সৌভিক বন্দ্যোপাধ্যায়, কলকাতা, ৩১ ডিসেম্বর: বছর শেষে কলকাতা ও রাজ্য পুলিশের শীর্ষমহলে রদবদল হল। ১০ জন শীর্ষ পুলিশ আধিকারিককে বদলির নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র দফতর।

সিদ্ধিনাথ গুপ্তাকে করা হয়েছে নতুন এডিজি-সি আইডি। তিনি রাজ্য সি আই এফের এডিজি ছিলেন।
কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার-১ জাভেদ শামিমকে স্পেশাল কমিশনার -১ করা হয়েছে। অজয় রানাডেকে রাজ্য পুলিশের এডিজি -প্ল্যানিং পদে বদলি করা হয়েছে। তিনি এতদিন কলকাতা পুলিশের অ্যাডিশনাল কমিশনার-২ পদে ছিলেন। আর শিবকুমারকে আইজি থেকে এডিজি করা হয়েছে।

এ ছাড়াও রাজ্য পুলিশের ডিজি – ওয়েলফেয়ার পদে থাকা সুমন বালা সাহুকে ডিজি টেলিকমিনিউকেশন করা হয়েছে। এডিজি – উপকুল রক্ষা বাহিনী হরমনপ্রীত সিংকে ফরেন্সিক ল্যাবরেটরির প্রশাসক করে পাঠানো হয়েছে।

সঞ্জয় মুখোপাধ্যায় এতদিন কারা দফতরের প্রধান সচিব ছিলেন। এই পদটি আইএএস ক্যাডারভুক্ত করে দেওয়ায় তাঁকে উপকুল রক্ষা বাহিনীর এডিজি করে পাঠানো হয়েছে। রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি রনবীর কুমারকে এডিজি -ওয়েলফেয়ার পদে বদলি করা হয়েছে। রাজ্য সশস্ত্র পুলিশের এডিজি হয়েছেন দেবাশিস রায়। তিনি এতদিন এডিজি-টেলিকম পদে ছিলেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here