পুলিশের উদ্যোগে রং তুলিতে সাজলো বনবিবি সেতু

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৩০ নভেম্বর: বসিরহাট মহকুমার হাসনাবাদ থানার ট্রাফিক গার্ডের ওসি শ‍্যামল কুমার দাশের উদ‍্যোগে হাসনাবাদ বনবিবি সেতুর দুদিকের গার্ড ওয়ালকে নীল সাদা রঙে রাঙিয়ে তুললেন। এছাড়া ট্রাফিক সিভিক ভলান্টিয়াররা বনবিবি সেতুর দুইপ্রান্ত থেকে শুরু করে পুরো সেতু ঝাড়ু দিয়ে পরিষ্কার করেন। এছাড়াও ট্রাফিক পুলিশের উদ‍্যোগে করোনা আবহে প্রত্যেক বাইক আরোহীকে মুখে মাস্ক পড়ে যাওয়ার জন্য অনুরোধ করা হয়। প্রতিটি বাইক আরোহীকে মাথায় হেলমেট পড়ে গাড়ি চালানোর জন্য নির্দেশ দেওয়া হয়।

রাজ্য সরকারের “সেভ ড্রাইভ, সেফ
লাইফ” এর প্রচার সহ এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে হাসনাবাদের মানুষ। এই কাজের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন ট্রাফিক ভলান্টিয়ার শোভন দাস, শরিফুল গাজী, গোলামগাজী, আশরাফুল গাজী এবং অলোক বিশ্বাস।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here