অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনে টিটাগড়ে প্রতিষ্ঠা হল পূর্নাবয়ব পাথরের মূর্তি

আমাদের ভারত, ব্যারাকপুর, ২৫ ডিসেম্বর: ভারত রত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ৯৬ তম জন্মদিনে তাঁর মূর্তি স্থাপন হল উত্তর ২৪ পরগনার টিটাগড়ের পুরানি বাজারে। ১০ ফুট লম্বা অটল বিহারী বাজপেয়ীর এই মূর্তি প্রতিষ্ঠার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যারাকপুরের বিধায়ক শীলভদ্র দত্ত।

টিটাগড়ের বিজেপি কর্মীরা সকলের আর্থিক সহায়তা নিয়ে দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর এই মূর্তি প্রতিষ্ঠা করেন। নব নির্মিত অটল বিহারী বাজপেয়ীর মূর্তিতে এদিন মাল্যদান করে শ্রদ্ধা জানান বিধায়ক শীলভদ্র দত্ত এবং টিটাগড়ের বিজেপি কর্মীরা। বিধায়ক শীলভদ্র দত্ত বলেন, “অটল বিহারী বাজপেয়ীর আদর্শ রাজনীতির ঊর্ধ্বে ছিল। উনার জন্মদিনে উনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে পেরে গর্বিত। এখানকার সমস্ত বিজেপি কর্মীরা নিজেদের উদ্যোগে সকলের সহযোগিতায় এই মূর্তি প্রতিষ্ঠা করলেন।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here