গোটা এটিএম মেশিন তুলে নিয়ে পালালো চোরের দল

আমাদের ভারত, বারুইপুর, ২৯ নভেম্বর: একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের এটিএম কাউন্টার থেকে আস্ত মেশিনটাই তুলে নিয়ে গেল চোরের দল। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বারুইপুর থানার অন্তর্গত কুড়ালি বাজারের এলাকায়। এই ঘটনায় কার্যত আতঙ্ক ছড়িয়েছে এলাকার সাধারণ ব্যবসায়ীদের মধ্যে। ঘটনার খবর পেয়ে শুক্রবার সকালে বারুইপুর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই ঘটনার সাথে জড়িত চোরের দলের কোনও হদিস পায়নি বারুইপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার রাত দুটো নাগাদ ক্যানিং বারুইপুর রোডের পাশে অবস্থিত ইউনিয়ন ব্যাঙ্কের এটিএম কাউন্টারে হানা দেয় ছয় সদস্যের চোরের দল। একটি মোটর ভ্যান ও দুটি মোটর সাইকেলে করে এসেছিল তারা। সকলেরই মুখ ঢাকা ছিল। কাউন্টারের ভিতরে ঢুকেই প্রথমে সেখানে থাকা সিসিটিভি ক্যামেরাগুলি ভেঙ্গে ফেলে তারা। এরপর সকলে মিলে কাউন্টারের ভিতর থেকে গোটা এটিএম মেশিনটাকে চাগিয়ে বের করে নিয়ে আসে। এরপর মেশিনটিকে মোটর ভ্যানের উপর তুলে তা নিয়ে চম্পট দেয় তারা। চোরেদের এই সমস্ত কার্যকলাপ সমস্তটাই ধরা পরে উল্টো দিকে থাকা হারদহ হাইস্কুলের সিসিটিভি ক্যামেরায়।

শুক্রবার সকালে এলাকার মানুষজন এটিএম কাউন্টার ভাঙ্গা ও সেখানে মেশিন না থাকায় বুঝতে পারেন যে চুরি গিয়েছে সেটি। তারাই এ বিষয়ে খবর দেয় বারুইপুর থানায়। কিছুক্ষণের মধ্যে বারুইপুর থানার পুলিশ আসে ঘটনাস্থলে। এলাকার সাধারণ মানুষের সাথে কথা বলার পাশাপাশি সিসিটিভি ক্যামেরার ফুটেজ ক্ষতিয়ে দেখছে পুলিশ। তবে এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এ বিষয়ে ব্যাঙ্ক কর্তৃপক্ষও কোনও রকম মুখ খুলতে চাননি সংবাদ মাধ্যেমের কাছে। ঘটনার তদন্ত করছে বারুইপুর থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *