অক্সফোর্ডের বিচারে বর্ষসেরা হিন্দি শব্দ মোদীর “আত্মনির্ভর”

আমাদের ভারত, ২ ফেব্রুয়ারি:মোদীর “আত্মনির্ভরতা” শব্দটি অক্সফোর্ডের বিচারে বর্ষসেরা হিন্দি শব্দ। অতিমারির পরিস্থিতিতে লড়াইয়ে জয়ী হবার জন্য দেশবাসীকে আত্মনির্ভর হওয়ার পরামর্শ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। মোদী বলেছিলেন আত্মনির্ভরতাই একমাত্র দেশকে অতিমারির অভিশাপ মুক্ত করে অর্থনৈতিক সংকট কাটিয়ে এগিয়ে নিয়ে যেতে পারবে। মোদীর বলা সেই শব্দকেই ২০২০ সালের বর্ষ সেরা হিন্দি শব্দ হিসেবে বেছে নিল অক্সফোর্ড লঙ্গুয়েজেস।

তারা জানিয়েছে এই আত্মনির্ভর শব্দটি করোনা পরিস্থিতিতে কোটি কোটি ভারতবাসীর সংকট থেকে উত্তরণের কথা বলে। এই শব্দটি প্রতিদিনের যুদ্ধের কথা বলে। প্রতি বছরই একটি করে হিন্দি শব্দ বেছে নেয় অক্সফোর্ড। সেটি এমন একটি শব্দ হয় যার মাধ্যমে সম্পূর্ণ বছরের মেজাজ ধরা যায়। যে শব্দে প্রতিফলিত হয় একটা বছরের চরিত্র। জানা যায় ঠিক কী কী বিষয় গুরুত্ব পেয়েছে বছরটিতে।

তিনজন ভাষা বিশেষজ্ঞ কৃতিকা আগারওয়াল, পুনাম নিগম সহায়, ইমোজেন ফক্সেলের মতে আত্মনির্ভরতা শব্দে ২০২০ সালের সামগ্রিক চরিত্র, মেজাজ,ঘটনা প্রবাহের ঝলক সবটাই আছে। এই একটি শব্দেই ধরা পড়েছে অতিমারির বিরুদ্ধে লড়াই করা ভারতীয় সংস্কৃতি।

অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজেসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছে, প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী যখন ভারতকে করোনার সাথে লড়াই চালিয়ে যেতে বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করেছিলেন, তখন তিনি দেশের মানুষকে আত্মনির্ভর হওয়ার কথা বলেছিলেন। মোদী বলেছিলেন, করোনা আমাদের আত্মনির্ভর হতে শেখাচ্ছে। তাই অর্থনৈতিক দিক থেকে ও সামাজিকভাবে যদি আমরা আত্মনির্ভর হয়ে উঠতে পারি তবে করোনাভাইরাসের সমস্যা থেকে সহজেই মুক্তি পাবো।

অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ম্যানেজিং ডিরেক্টর শিবরাম কৃষ্ণণ ভেঙ্কটশ্বরণ বলেছেন, মোদীর এই ভাষণের পর আত্মনির্ভরতা শব্দেই ভারতের মানুষ বাঁচার মন্ত্র খুঁজে পেয়েছেন। করোনার প্রভাবে ক্ষতিগ্রস্ত অর্থনীতি ও সামাজিক পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর দিশা খুঁজে পেয়েছিলেন তারা। মোদীর ভাষণের পর আত্মনির্ভরতা শব্দটির ব্যবহার ও বিভিন্ন ক্ষেত্রে লক্ষণীয় ভাবে বেড়ে গেছে। আর সেই কারণেই এই শব্দটিকে বর্ষসেরা শব্দ হিসেবে বেছে নেওয়া হয়েছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here