জগদ্দলে দুষ্কৃতিদের হাত থেকে ফুটবল ক্লাবও রেহাই পেল না, প্রাচীন ফুটবল ক্লাব লক্ষ্য করে বোমাবাজি

প্রতীতি ঘোষ, ব্যারাকপুর, ১৭ জুলাই:
ফের বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ল জগদ্দল এলাকায়। নির্বাচনের ফল বেরোনোর পর থেকে জগদ্দল ও ভাটপাড়াতে শুরু হওয়া অশান্তি বোমাবাজি ও দুষ্কৃতী হামলার ঘটনা। এবার বোমাবাজির হাত থেকে রেহাই পেল না ফুটবল ক্লাবও। জগদ্দলের গভর্নমেন্ট কোয়ার্টারে এস কে কে আর সি ক্লাব-সহ একটি বাড়িতে দুষ্কৃতীদের বোমাবাজির ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ল গোলঘর এলাকায়। ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার হয়েছে।

জগদ্দলের গোলঘর গভর্নমেন্ট কোয়ার্টারে এস কে কে আর সি ক্লাবে শনিবার ভোর রাতে পরপর দুটি বোমা মারে দুষ্কৃতীরা। মাঠের পাশে বিনোদ প্রসাদ মাহাতো নামে একজনের বাড়ির দেওয়ালেও দুষ্কৃতীরা একটি বোমা মারে। কিন্তু বোমা মারার কারন নিয়ে ধোঁয়াশায় বাসিন্দারা। জানা গিয়েছে, ৬০ বছরের প্রাচীন ওই ক্লাবটি। একসময় উত্তর ২৪ পরগনা জেলায় ফুটবল দুনিয়ায় যথেষ্ট সুনাম ছিল এস কে কে আর সি-র। এই ক্লাব থেকেই হাতেখড়ি নেওয়া অনেক ফুটবলার একদা কলকাতার মাঠে দাপিয়েছেন। কিন্তু ভোটের ফল প্রকাশের পর থেকে অভিভাবকহীন এই ক্লাব। কে নেবে ওই ক্লাবের রাশ তা নিয়ে শুরু হয়েছে চাপা উত্তেজনা।

অভিযোগ উঠেছে, নতুন করে ক্লাবের দখল নিয়ে বোমাবাজি করা হয়েছে। বোমাবাজির শব্দে ছুটে আসে স্থানীয় বাসিন্দারা। তারা পুলিশ প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ আসে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি তাজা বোমা উদ্ধার করে নিয়ে যায়। দুষ্কৃতীরা ফুটবল ক্লাব কেও ছাড়ছে না, এটা ভেবে আরো আতঙ্কিত হয়ে পড়ছেন এলাকাবাসী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *